২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ আজ: স্বাস্থ্যে অগ্রাধিকার
করোনা পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট। এই অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মোট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন। এটি হবে দেশের ৪৯তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট উপস্থাপন।
প্রস্তাবিত বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। প্রাণঘাতী কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে এবারের বাজেট গতানুগতিক হচ্ছে না।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা’ শিরোনামের এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। পাশাপাশি কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং নতুন কর্মসংস্থান তৈরির প্রতি দেয়া হচ্ছে অগ্রাধিকার।
অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব অগ্রাধিকার খাতের পাশাপাশি বাজেটে ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে বিভিন্ন প্রস্তাব থাকবে। এই বাজেটটি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট।
গতকাল ১০ জুন শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে আজো সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাজেট উপস্থাপনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমিত আকারে মন্ত্রিপরিষদ সদস্য এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদও এ সময় জাতীয় সংসদে তার অফিস কক্ষে থাকবেন বলে জানা গেছে।
এর আগে দুপুর ১২টায় মন্ত্রিপরিষদের বৈঠক হবে। সেখানে ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। পরে সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হবে। বিকেল ৩টায় অর্থমন্ত্রী নতুন বাজেট উপস্থাপন করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা। নতুন বাজেটে ঘাটতির (অনুদানসহ) পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। এবারের বাজেটের ঘাটতি জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ। যা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি।
বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, করোনা সৃষ্ট পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে মিডিয়া কাভারেজের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। এ অবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩ টা ১৫ মিনিটে বিতরণ করা হবে।
বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন এবং দেশ-বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। অর্থ মন্ত্রণালয় বলছে, এভাবে পাওয়া মতামত ও সুপারিশ বিবেচনায় নেয়া হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে বিবেচিত প্রস্তাব কার্যকর করা হবে।
এছাড়া বাজেটকে ব্যাপকভিত্তিক অংশগ্রহণমূলক করতে সরকারের কয়েকটি ওয়েবসাইট লিংক ব্রাউজ করে বাজেট সংক্রান্ত তথ্যাদি পাওয়ার ব্যবস্থা থাকছে। ওয়েবসাইটগুলোর ঠিকানা হলো:
- www.bangladesh.gov.bd,
- www.nbr-bd.org,
- www.plancomm.gov.bd,
- www.imed.gov.bd,
- www.pressinform.portal.gov.bd,
- www.pmo.gov.bd
বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ ১২ জুন শুক্রবার বেলা ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জুমের মাধ্যমে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে নির্ধারিত তারিখ ও সময়ে অংশ নেয়া যাবে।
অনলাইন নিউজ পোর্টাল