নারীদের নিরাপত্তায় “হেল্প” অ্যাপ চালু, বাসে হয়রানির অভিযোগ জানানো যাবে তাৎক্ষণিক

রাজধানী ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হলো সেবাভিত্তিক অ্যাপ “হেল্প”। এই অ্যাপের মাধ্যমে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন। একই সঙ্গে অভিযোগও জানাতে পারবেন।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (HELP)। এটি বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে চালু করেছে।
শুরুতে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে চালু করা হবে, তবে সীমিত আকারে দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা এই সেবা নিতে পারবেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, এই অ্যাপে লিপিবদ্ধ হওয়া নারী নির্যাতনের ঘটনা তাৎক্ষণিকভাবে এফআইআর (First Information Report) হিসেবে গণ্য হবে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত আইনি সহায়তা পাবেন।
এর আগে, নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবা চালুর পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন চালু হওয়া “হেল্প” অ্যাপ নারীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।