রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ১ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

গণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে টিকবে না: নাহিদ চট্টগ্রামের ভাষায় প্রধান উপদেষ্টার ভাষণে উচ্ছ্বসিত রোহিঙ্গারা ঘরে ফেরার স্বপ্নে বিভোর জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক: নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির ন্যূনতম মজুরি: বিক্ষোভ-কর্মবিরতিতে ট্যানারিতে উৎপাদন ব্যাহত দেশের ব্যাংক খাতে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা! রাজশাহীতে পদ্মা ও বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষ ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন হাইকোর্টে আবরার ফাহাদ হত্যার রায় রোববার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের ‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের ‘ট্রাম্পবিদ্বেষী’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

মহিলা

নারীদের নিরাপত্তায় “হেল্প” অ্যাপ চালু, বাসে হয়রানির অভিযোগ জানানো যাবে তাৎক্ষণিক

 প্রকাশিত: ২৩:১৫, ১৫ মার্চ ২০২৫

নারীদের নিরাপত্তায় “হেল্প” অ্যাপ চালু, বাসে হয়রানির অভিযোগ জানানো যাবে তাৎক্ষণিক

রাজধানী ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হলো সেবাভিত্তিক অ্যাপ “হেল্প”। এই অ্যাপের মাধ্যমে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন। একই সঙ্গে অভিযোগও জানাতে পারবেন।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (HELP)। এটি বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে চালু করেছে।

শুরুতে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে চালু করা হবে, তবে সীমিত আকারে দেশের যেকোনো প্রান্ত থেকে নারীরা এই সেবা নিতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, এই অ্যাপে লিপিবদ্ধ হওয়া নারী নির্যাতনের ঘটনা তাৎক্ষণিকভাবে এফআইআর (First Information Report) হিসেবে গণ্য হবে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত আইনি সহায়তা পাবেন।

এর আগে, নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবা চালুর পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন চালু হওয়া “হেল্প” অ্যাপ নারীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।