আরও ২০০টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

দেশে নারী ও শিশু নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ২০০টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে শিশু ও মানব পাচার আদালত গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ২০০০ সালে সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করলেও এর কার্যকারিতা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।
সংগঠনটি জানায়, বর্তমানে সারা দেশে ১ লাখ ৫১ হাজার ৩১৭টি মামলা বিচারাধীন রয়েছে, অথচ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংখ্যা মাত্র ১০১টি। অর্থাৎ প্রতিটি ট্রাইব্যুনালে গড়ে ১,৫০০-এর বেশি মামলা বিচারাধীন থাকছে।
এছাড়া, বিচারকদের উপর অতিরিক্ত মামলার চাপ থাকায় তাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাশাপাশি শিশু আদালত ও মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে। পর্যাপ্ত কর্মচারী না থাকায় ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিচারকদের সংগঠনটি নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত ও কার্যকর বিচারের স্বার্থে অবিলম্বে ২০০টি নতুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।