সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২০ ১৪৩১, ০৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি রিটার্ন দাখিল না করা টিআইএনধারীরা নোটিস পাবেন: এনবিআর চেয়ারম্যান শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘প্রত্যাখান’, মহাসড়ক থেকে সরে কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীরা ফের লোকসানে বেক্সিমকো; উৎপাদন না থাকায় ‘কাঁচামাল বিক্রি’ সচিবালয় ঘেরাও কর্মসূচি, আত্মহত্যার হুমকি দিলেন আহতরা ১৯ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি গ্যাসের দাম সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে: উপদেষ্টা রোজায় ভোগ্যপণ্য নিয়ে সমস্যা হবে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ মাজার জিয়ারতে যাওয়ার পথে এক পরিবারের চারজনের মৃত্যু তিতুমীরে আমরণ অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ আখেরি মোনাজাতে শান্তি ও কল্যাণ কামনা আখেরি মোনাজাতে ৪০ লাখ মুসল্লির অংশগ্রহণ নারীরাও আখেরি মোনাজাতে শরিক হলেন

মহিলা

নারীরাও আখেরি মোনাজাতে শরিক হলেন

 প্রকাশিত: ১৪:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

নারীরাও আখেরি মোনাজাতে শরিক হলেন

যে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, সেই আখেরি মোনাজাতে এবার বিপুল সংখ্যক নারীকে অংশ নিতে দেখা গেছে।

রোববার শুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয় এই মোনাজাত, যা চলে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।

ইজতেমা ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ না থাকায় কয়েক হাজার নারী অবস্থান নেন ময়দানের আশেপাশে। তাদের অনেকেই শনিবার রাত থেকে বিভিন্ন কারখানা, বাসা-বাড়ি ও দালানের ছাদে অবস্থান নেন।

রোববার ভোর ভোর থেকে নারীরা ময়দানের পাশে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মাঠ, ইজতেমা মাঠের পশ্চিম পাশে কামারপাড়ায় এবং আশপাশের খোলা ময়দানে অবস্থান নেন।

নরসিংদীর আমেনা আক্তার বলেন, “নরসিংদী থেকে আগের রাতে নাতিকে সঙ্গে নিয়ে এসে টঙ্গী হাসপাতাল মাঠে অবস্থান নিই। বিশ্ব ইজতেমায় নারীদের অংশগ্রহণের কোনো অনুমতি না থাকলেও আমরা পর্দার সঙ্গে লাখ লাখ মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী হাসপাতাল চত্বরে অবস্থান নিই।”

একই কথা জানালেন গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে আসা সালমা বেগম।

তিনি বলেন, মোনাজাতে শরিক হতে রোববার ভোরে ইজতেমা ময়দানের পূর্বপাশে এক ভবনের ছাদে বসে অবস্থান নেন।

“আল্লার কাছে নিজের, পরিবার ও দেশে কল্যাণ কামনা করতে মোনাজাতে অংশ নিই।”

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে আসা সেলিনা আক্তার বলেন, “স্বামী-সন্তান সবাই ইজতেমা ময়দানে গেছেন। আর আমি শনিবার রাতে টঙ্গীতে আমার এক আত্মীয়ের বাসায় গিয়ে আখেরি মোনাজাতে শরিক হয়েছি।”

নারায়াণগঞ্জ থেকে স্বামী, ছেলে ও পুত্রবধূকে নিয়ে আসেন শাহানা আক্তার।

তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে তারা ইজতেমায় এলাকায় এসেছেন। ফ্লাইওভারের নিচে মহাসড়কের পাশে তারা অবস্থান নেন।

মানিকগঞ্জ থেকে আসা কমলা বানু বলেন, “লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে শরিক হয়ে আমার মোনাজাতটি কবুল হয়ে যেতে পারে। তাই আল্লাহর কাছে চাইতে মানিকগঞ্জ থেকে এসেছি।

“পাপের জন্য ক্ষমা চাইতে এসেছি, লাখ লাখ মানুষের মাঝে আল্লাহ হয়তো কারো উছিলায় আমার কথা শুনবেন।”