সোমবার ১০ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

ব্রেকিং

মব জাস্টিস-বিশৃঙ্খলাকারীদের জায়গা থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী প্যানেল ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ ঈদের ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান

পর্যটন

সাজেকে পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা

 প্রকাশিত: ১১:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সাজেকে পাহাড়ে আগুন, আতঙ্কে পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়ে।

হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগে থেকে সিদ্ধান্ত ছিল জুম চাষের জন্য পুরো পাহাড়ে ১৭ ফেব্রুয়ারি একযোগে আগুন লাগানো হবে। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি আগত পর্যটক ও স্থানীয়রা।

পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখিন হতো অসংখ্য পর্যটক। শুধু তাই নয় এ আগুন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে। জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে জানান তারা।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) বলেন, পাহাড়ে আগুন দেওয়ার বিষয়ে তারা আগে সিদ্ধান্ত নিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে তাদের প্রস্তুতিও ছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আগুনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এর প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে।

ইউএনও আরও বলেন,  সাজেকে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।