চীনকে অবশ্যই এআই চিপ চ্যালেঞ্জ ‘কাটিয়ে উঠতে’ হবে : শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দ্রুত বিকাশমান শিল্পে বিশ্ব নেতা হওয়ার লক্ষ্যে চীনকে উচ্চমানের চিপসসহ মূল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশের চ্যালেঞ্জগুলো ‘কাটিয়ে উঠতে’ হবে বলে তিনি মন্তব্য করেছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে শনিবার এএফপি এ খবর জানায়।
চীনের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আধিপত্য বিস্তার করা। যা ওয়াশিংটনের সাথে বাণিজ্যিক অচলাবস্থার কারণে জটিল হয়ে উঠেছে। ফলে চীনা শিল্পকে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি থেকে আরো বঞ্চিত করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ফলে বিশ্বের দুই শীর্ষস্থানীয় অর্থনীতির দেশ পরস্পরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। ফলে অনেক পণ্যের ওপর শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছেছে। এর পাল্টা হিসাবে বেইজিংও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর ১২৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে।
সিনহুয়া সংবাদ সংস্থা অনুসারে জানা গেছে, এই প্রেক্ষাপটে, ‘মৌলিক গবেষণা জোরদার করার উন্নত চিপস এবং কোর সফটওয়্যারের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার ওপর চীনের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করার এবং একটি স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন শি জিনপিং।
চীনের শীর্ষ নেতাদের পলিটব্যুরোর এক ত্রৈমাসিক বৈঠকে শি এই মন্তব্য করেন।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
চীনা স্টার্টআপ ডিপসিক জানুয়ারিতে তার আর১ চ্যাটবট দিয়ে এআই বিশ্বকে নাড়া দিয়েছে। কম খরচে তার মার্কিন প্রতিযোগীদের পারফরম্যান্সের সাথে মিলে গেছে।
তবে শি শুক্রবার স্বীকার করেছেন, চীনা শিল্পের এখনও ‘ঘাটতি’ রয়েছে।
তিনি আরো বলেছেন, এই ক্ষেত্রে ‘আত্মনির্ভরতা প্রচার’ করা ‘অপরিহার্য’ ছিল। এটি অর্জনের জন্য রাজনৈতিক সমর্থন অপরিহার্য ছিল বিশেষ করে ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার, কর, সরকারি ক্রয় এবং অবকাঠামো স্থাপনের মতো উন্মুক্তকরণ নীতির সংমিশ্রণের কথা উল্লেখ করে শি এ কথা বলেছেন।