স্মার্টফোনের একটি সহজ সেটিং বাড়াবে মনোযোগ ও মানসিক শক্তি

এক ক্লিকে বাড়ুক মনোযোগ ও মানসিক শক্তি
আজকের জীবনে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে জানেন কি, ফোনের মাত্র একটি সেটিং বদলালেই মনোযোগ ও মানসিক দক্ষতা বাড়ানো সম্ভব? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনে "গ্রেস্কেল মোড" চালু করলে মনোযোগ বাড়ে এবং কাজের প্রতি মনোসংযোগ অনেকটাই উন্নত হয়।
গ্রেস্কেল মোড কী?
গ্রেস্কেল মোড এমন একটি সেটিং, যা ফোনের রঙিন ডিসপ্লেকে সাদাকালো করে দেয়। এর ফলে অ্যাপ, বিশেষত সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ কমে যায়। এতে ব্যবহারকারীরা কম সময় ফোন ব্যবহার করেন এবং মনোযোগের ব্যাঘাত কমে।
গবেষণার ফলাফল কী বলছে?
স্ট্যানফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণায় দেখা গেছে, গ্রেস্কেল মোড ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১ ঘণ্টা কম ফোন ব্যবহার করেন এবং তাদের মানসিক ফোকাস ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
গ্রেস্কেল মোড চালু করবেন কীভাবে?
অ্যান্ড্রয়েড: Settings > Accessibility > Visibility enhancements > Color adjustment > Grayscale
আইফোন: Settings > Accessibility > Display & Text Size > Color Filters > Turn On > Select Grayscale
অতিরিক্ত সুবিধা:
ঘুমের মান উন্নত হয়।
চোখের উপর চাপ কমে।
মানসিক চাপ ও FOMO হ্রাস পায়।
নিজেকে সময় দেওয়ার সুযোগ বাড়ে।
শেষ কথা:
প্রযুক্তিকে বাদ না দিয়েও যদি সেটিকে একটু পরিবর্তন এনে মনোযোগ, ঘুম ও মানসিক শক্তি বাড়ানো যায় — তবে সেটি অবশ্যই বিবেচনার যোগ্য। আজই একবার চেষ্টা করে দেখুন গ্রেস্কেল মোড।