রোববার ০৬ এপ্রিল ২০২৫, চৈত্র ২৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

প্রযুক্তি

বিশ্বমঞ্চে বাংলাদেশি দুই কিশোরের জয়যাত্রা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:০৫, ৫ এপ্রিল ২০২৫

বিশ্বমঞ্চে বাংলাদেশি দুই কিশোরের জয়যাত্রা

বাংলাদেশি কিশোরদের উদ্ভাবনে বিশ্ব মঞ্চে উড়ছে লাল-সবুজের পতাকা

শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান—দুই বাংলাদেশি কিশোর—২০২৫ সালের 'ডায়মন্ড চ্যালেঞ্জ'-এর ফাইনালে পৌঁছে এক অনন্য ইতিহাস গড়েছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের হর্ন এন্টারপ্রেনারশিপ সেন্টার আয়োজিত এই প্রতিযোগিতায় তারা ১২৬টি দেশের ১২শ'রও বেশি দলকে পেছনে ফেলেছেন।

তাদের উদ্ভাবিত 'ব্লুশিল্ড ফিল্টার' একটি পরিবেশবান্ধব, পোর্টেবল পানি পরিশোধন ব্যবস্থা, যা বিশেষ করে পানি সংকট ও বন্যাপ্রবণ অঞ্চলের জন্য তৈরি করা হয়েছে। উন্নত কার্বন ন্যানোম্যাটেরিয়াল এবং পুনঃব্যবহৃত উপকরণে নির্মিত এই ফিল্টার বর্তমানে পেটেন্ট প্রক্রিয়ায় থাকায় এর পূর্ণ নকশা গোপন রাখা হয়েছে।

তারা আগামী ১-২ মে যুক্তরাষ্ট্রে আয়োজিত লিমিটলেস ওয়ার্ল্ড সামিটে তাদের উদ্ভাবন উপস্থাপন করবেন। সেখানে বিশ্বের নামী সিইও, বিনিয়োগকারী এবং গবেষকদের সামনে বাংলাদেশি এই কিশোরদ্বয় তুলে ধরবেন তাদের স্বপ্ন ও সাফল্যের গল্প। এটি বাংলাদেশের উদ্ভাবনী যাত্রায় একটি গর্বের মাইলফলক হয়ে উঠেছে।