বৃহস্পতি দেখলেন গোপিবাগের স্থানীয়রা
![বৃহস্পতি দেখলেন গোপিবাগের স্থানীয়রা বৃহস্পতি দেখলেন গোপিবাগের স্থানীয়রা](https://www.onp24.com/media/imgAll/2023June/astroasso-2502090538.jpg)
হাজির হয়েছিলেন প্রায় সাড়ে তিনশ জন। এর মধ্যে ছিলেন গোপিবাগ গ্রীন বাড নার্সারী স্কুলের শিক্ষার্থীরাও। তারা সবাই এসেছিলেন বৃহস্পতি গ্রহ দেখবেন বলে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং গ্রীন বাড নার্সারী স্কুল, গোপিবাগ এরযৌথ উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখার এ ক্যাম্প আয়োজিত হয় শনিবার।
স্থানীয় শহীদ জিয়া খেলার মাঠে আয়োজিত এ ক্যাম্পে টেলিস্কোপে চাঁদ, বৃহস্পতি গ্রহ ও তার গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখার সুযোগ হয়।
অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, “সূর্যাস্তের আধঘন্টা আগে থেকেই চাঁদকে আকাশের পূর্ব অংশে দেখা যাচ্ছিলো। চাঁদ পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা নেমে আসে। এ সময় মাথার উপরে জেনিথ পজিশনে গ্রহরাজ বৃহস্পতিকে দেখা যায়।”
“টেলিস্কোপে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি গ্যালিলিয়ান উপগ্রহের দেখা মেলে শুরুতে। আর এর পুবে ধীরে ধীরে দেখা মেলে মঙ্গল গ্রহের।”
আয়োজনে টেলিস্কোপের সহায়তায় গ্রহ-উপগ্রহ দেখার পাশাপাশি আকাশের নক্ষত্রমণ্ডলিও চিনেছেন অংশগ্রহনকারীরা।
আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পটি উদ্বোধন করেন গ্রীন বাড নার্সারি স্কুলের প্রধান আবদুল্লাহ ফেরদৌস মান্নান রিপন। আর পর্যবেক্ষণ ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।