ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আল ফাহাদ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ, ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরেছে।
কলম্বোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তবে শুরু থেকেই আল ফাহাদের বোলিং তোপে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। ফাহাদ একাই ৪৪ রানে ৬ উইকেট শিকার করেন। তার আগুনঝরা বোলিংয়ে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয়। চামিকা হিনাতিগালা সর্বোচ্চ ৫১, দিনুরা দামসিথ ৪৭ এবং দিমানথা মাহাভিথানা ৩৯ রান করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন দুটি এবং সামিউন বশির ও আজিজুল হাকিম একটি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুতই ওপেনার কালাম সিদ্দিকীকে হারালেও (৫ রান) দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিমের রেকর্ড জুটিতে সহজ জয় পায়। তারা গড়েন দেশের যুব ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি, আগের রেকর্ড ছিল এনামুল হক বিজয় ও লিটন দাসের ১৭৯ রানের।
আবরার ১০৬ বলে ১৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩০ রান করেন, যা থেকে ৯২ রান আসে বাউন্ডারি মারফত—যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। আজিজুল অপরাজিত থাকেন ৮৯ বলে ৬৯ রান করে। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩৪.৩ ওভারে ২১৫ রান করে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে।