পাঁচ গোলের থ্রিলারে শিরোপা ও এল ক্লাসিকো বার্সার দখলে, লাল কার্ড রিয়ালের

পাঁচ গোলের থ্রিলারে এল ক্লাসিকো জিতে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা!
বার্সেলোনা ৩-২ রিয়াল মাদ্রিদ
আগেই রেফারি-বিতর্কে উত্তপ্ত হয়েছিল দুই দলের মুখোমুখি হওয়া। সেভিয়ার প্লাজা নুয়েভায় বার্সেলোনা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং রিয়াল সমর্থকদের সঙ্গে উত্তেজনার গুঞ্জন আরও আগুন ছড়িয়ে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু মাঠের লড়াইয়ে সেই উত্তাপের প্রকাশের।
ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে সমতা ফেরান। এরপর ৭৭ মিনিটে চুয়ামেনির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে ৮৪ মিনিটে ফেরান তোরেসের গোলে আবার সমতায় ফেরে বার্সা (২-২)।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে, যখন সবাই পেনাল্টি শুটআউটের অপেক্ষায়, তখনই নাটকীয় মোড় নেয় ম্যাচ। ১১৬ মিনিটে লুকা মদরিচের ভুল পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত শটে গোল করেন জুলস কুন্দে। ৩-২ গোলে এগিয়ে যায় বার্সা।
কুন্দের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ১২৩ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় ক্ষুব্ধ রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার বেঞ্চ ছেড়ে রেফারির দিকে ছুটে যান। সতীর্থরা তাকে থামালেও মাঠে কিছু ছোড়া হয়, যার জন্য রুডিগার ও পরে লুকাস ভাসকেজ লাল কার্ড দেখেন।
এই মৌসুমে তৃতীয় ক্লাসিকোতেও রিয়ালকে বিধ্বস্ত করল বার্সা। অক্টোবরের লিগ ম্যাচে ৪-০ ও জানুয়ারির স্প্যানিশ সুপার কাপে ৫-২ গোলে জয়ের পর এবার ৩২তম কোপা দেল রে-ও উঠল তাদের হাতে। ফাইনালের শেষে বার্সা খেলোয়াড়েরা রিয়ালের খেলোয়াড়দের জন্য গার্ড অব অনার দেন।
প্রথমার্ধে রিয়াল পুরোপুরি ব্যাকফুটে থাকলেও, দ্বিতীয়ার্ধে এমবাপ্পের বদলি নামার পর রিয়াল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। এমবাপ্পের ফ্রি কিক থেকে সমতা ফেরানোর পর চুয়ামেনির হেডে এগিয়ে যায় তারা। কিন্তু ফেরান তোরেসের গোলে আবার ম্যাচে ফেরে বার্সা।
রাফিনিয়ার ফাউলের ঘটনায় দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরে বাতিল হয়, যা নিয়ে রিয়াল সমর্থকদের ক্ষোভ আরও বাড়ে।
ম্যাচের সেরা গোলটি আসে পেদ্রির পা থেকে। মাঝমাঠ থেকে লামিনে ইয়ামালের পাস ধরে দারুণ শটে তিনি গোল করেন। বার্সা প্রথমার্ধে এগিয়ে থাকায় অনেকেই মনে করেছিলেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। সেভিয়ায় নিরপেক্ষ ভেন্যুতে ইতিহাসও বলছিল, প্রথমার্ধে এগিয়ে থাকা দলই শেষ পর্যন্ত জয়ী হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়া রিয়ালের জন্য এটি ছিল মৌসুমের শেষ বড় শিরোপা জয়ের সুযোগ। লা লিগায়ও বার্সা চার পয়েন্টে এগিয়ে। কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও এখন প্রশ্ন উঠছে। অন্যদিকে, স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এটি হান্সি ফ্লিকের বার্সার হয়ে প্রথম বড় ট্রফি।