সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিল জিম্বাবুয়ে

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়ে ব্যাট হাতে শক্ত জবাব দিয়েছে। দ্বিতীয় দিনের খেলায় সফরকারীরা ৮০.২ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে তোলে ২৭৩ রান, ফলে তারা প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয়।
দ্বিতীয় দিনের শুরুতে ৬৭ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারে নাহিদের বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন (১৮)। তিন ওভার পর আবারও নাহিদের শিকার হন হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট। উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়ার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রান করেন তিনি।
এরপর হাসান মাহমুদ তার গতির ঝলক দেখিয়ে বোল্ড করেন নিক ওয়েলচকে (২)। স্কোর দাঁড়ায় ৮৮ রানে ৩ উইকেট। এরপর শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন মিলে চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন। কিন্তু নাহিদের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৮ রানে ফেরেন আরভিন।
এরপর আবারও উইলিয়ামসের সঙ্গে জুটি গড়েন ওয়েসলি ম্যাধেভেরে। তারা ৪৮ রান যোগ করলে খালেদ আহমেদ ম্যাধেভেরেকে (২৪) বোল্ড করে এই জুটি ভেঙে দেন। উইলিয়ামস অবশ্য ফিফটি পূর্ণ করেন। ১০৮ বলে ৫৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
নিচের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নায়াশা মায়াভো (৩৫), রিচার্ড এনগারাভা (অপরাজিত ২৮) এবং ব্লেসিং মুজারাবানি (১৭)। তাদের অবদানে জিম্বাবুয়ে পৌঁছে ২৭৩ রানে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি মাত্র ৫২ বলে ৫ উইকেট নেন। নাহিদ রানা নেন ৩ উইকেট, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।
এই পারফরম্যান্সে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে বড় মানসিক ও রানের লিড পায়, যা ম্যাচের মোড় ঘোরাতে সহায়ক হতে পারে।