সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৮ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় আসছে ‘হটলাইন’ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তুললে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা কাতারের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম প্রধান উপদেষ্টার কাতার সফরে যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে পাল্টা ব্যবস্থা: চীন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

খেলা

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিল জিম্বাবুয়ে

 প্রকাশিত: ১৭:১৪, ২১ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিল জিম্বাবুয়ে

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়ে ব্যাট হাতে শক্ত জবাব দিয়েছে। দ্বিতীয় দিনের খেলায় সফরকারীরা ৮০.২ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে তোলে ২৭৩ রান, ফলে তারা প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয়।

দ্বিতীয় দিনের শুরুতে ৬৭ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারে নাহিদের বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন (১৮)। তিন ওভার পর আবারও নাহিদের শিকার হন হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট। উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়ার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রান করেন তিনি।

এরপর হাসান মাহমুদ তার গতির ঝলক দেখিয়ে বোল্ড করেন নিক ওয়েলচকে (২)। স্কোর দাঁড়ায় ৮৮ রানে ৩ উইকেট। এরপর শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন মিলে চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন। কিন্তু নাহিদের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৮ রানে ফেরেন আরভিন।

এরপর আবারও উইলিয়ামসের সঙ্গে জুটি গড়েন ওয়েসলি ম্যাধেভেরে। তারা ৪৮ রান যোগ করলে খালেদ আহমেদ ম্যাধেভেরেকে (২৪) বোল্ড করে এই জুটি ভেঙে দেন। উইলিয়ামস অবশ্য ফিফটি পূর্ণ করেন। ১০৮ বলে ৫৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

নিচের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নায়াশা মায়াভো (৩৫), রিচার্ড এনগারাভা (অপরাজিত ২৮) এবং ব্লেসিং মুজারাবানি (১৭)। তাদের অবদানে জিম্বাবুয়ে পৌঁছে ২৭৩ রানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি মাত্র ৫২ বলে ৫ উইকেট নেন। নাহিদ রানা নেন ৩ উইকেট, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।

এই পারফরম্যান্সে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে বড় মানসিক ও রানের লিড পায়, যা ম্যাচের মোড় ঘোরাতে সহায়ক হতে পারে।