১৪৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সেশনেই ধস নেমেছে বাংলাদেশের ইনিংসে। শুরুটা কিছুটা ভালো হলেও দ্বিতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৪ রান তুলে চা বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাত্র ৭০ রানের বিপরীতে ৫টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে তারা। এতে করে ২০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম শুরুতে কিছুটা ইতিবাচক খেলেন। কিন্তু ইনিংসকে বড় করতে পারেননি কেউ। দলীয় ৩১ রানে ভিক্টর নুয়াইসির বলে সাদমান (২৩ বলে ১২) গালিতে ক্যাচ হন। ঠিক পরের ওভারেই জয় (৩৫ বলে ১৪) উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। এতে মাত্র ৩২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ৬৬ রানের জুটি গড়েন। শান্ত ৬৯ বলে ৪০ রান করে মুজারাবানির বলে মাধেভেরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর মুশফিকুর রহিম নামলেও ১৮ বলে মাত্র ৪ রান করে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
অন্যদিকে মুমিনুল ফিফটি পূর্ণ করলেও বেশিক্ষণ টেকেননি। ১০৫ বলে ৫৬ রান (৮ চার, ১ ছক্কা) করার পর মাসাকাদজার বলে আউট হন। এরপর দ্রুত মেহেদী হাসান মিরাজ (৪ বলে ১) ও তাইজুল ইসলাম (১৯ বলে ৩) ফিরলে দলের রান দাঁড়ায় ১৪৬ রানে ৭ উইকেট।
শেষ পর্যন্ত চা বিরতির সময় ক্রিজে ছিলেন জাকের আলী অনিক (১০) ও হাসান মাহমুদ (৪)। বল হাতে জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি, মাসাকাদজা ও নুয়াইসি সমানভাবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান।
প্রথম সেশনে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেশনের ব্যর্থতায় চাপে পড়ে গেছে বাংলাদেশ। ২০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা এখন প্রকট।