রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

খেলা

পিএসএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৮:৫৬, ১৯ এপ্রিল ২০২৫

পিএসএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

পিএসএলে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার—৩ লাখ মার্কিন ডলারে করাচি কিংসের হয়ে খেলছেন তিনি।

ভারতে যখন আইপিএল চলছে, পাকিস্তানে তখন জমে উঠেছে পিএসএল। তবে জনপ্রিয়তার দিক দিয়ে আইপিএলের অবস্থান যে শীর্ষে, তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলে বিশ্বের বড় বড় তারকারা অংশ নেন, সম্প্রচারের আওতা ব্যাপক, আর বিজ্ঞাপনী বাজারও বিশাল।

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে ক্রিকেটারদের প্রথম পছন্দও তাই আইপিএল। এখানকার আয় এতটাই বেশি যে অন্য লিগগুলো তাতে পেরে ওঠে না। উদাহরণস্বরূপ, চলতি আইপিএল নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ঋষভ পন্ত। তাঁকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে ২৭ কোটি রুপিতে।

অন্যদিকে, পিএসএলে এবার সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। করাচি কিংস তাঁকে দলে নিয়েছে ৩ লাখ মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫৭ লাখ রুপি। অর্থাৎ, পিএসএলের সবচেয়ে দামি ক্রিকেটারও আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের পারিশ্রমিকের তুলনায় অনেক কম পাচ্ছেন।

ওয়ার্নার ছাড়াও এ বছর পিএসএলে খেলছেন আরও বেশ কিছু তারকা বিদেশি ক্রিকেটার। যেমন—ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট, শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং নিউজিল্যান্ডের কলিন মানরো, ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল।

এছাড়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন আইপিএলে ধারাভাষ্য দেয়ার পর এবার পিএসএলে করাচি কিংসের হয়ে মাঠে নামবেন বলে জানা গেছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ পিএসএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটারের তালিকা:


 ক্রিকেটার                          দল                            পারিশ্রমিক(মার্কিন ডলার)
ডেভিড ওয়ার্নার             করাচি কিংস                      ৩,০০,০০০
ড্যারিল মিচেল               লাহোর কালান্দার্স               ২,২০,০০০
বাবর আজম                 পেশোয়ার জালমি               ২,২০,০০০
ফখর জামান                 লাহোর কালান্দার্স                ২,২০,০০০
শাহীন আফ্রিদি              লাহোর কালান্দার্স                 ২,২০,০০০
সাইম আইয়ুব                পেশোয়ার জালমি                ২,২০,০০০
নাসিম শাহ                    ইসলামাবাদ ইউনাইটেড       ২,২০,০০০
মোহাম্মদ রিজওয়ান      মুলতান সুলতানস                 ২,২০,০০০
ম্যাথু শর্ট                        ইসলামাবাদ ইউনাইটেড       ২,২০,০০০
শাদাব খান                     ইসলামাবাদ ইউনাইটেড       ২,২০,০০০

তুমি চাইলে এই খবরে কিছু বিশেষ অংশ হাইলাইট করতে পারো, যেমন—বিদেশি বনাম স্থানীয় ক্রিকেটারদের সংখ্যা, বা কোন দলের সবচেয়ে বেশি দামি খেলোয়াড় আছে। জানাও, চাইলে সেগুলোও সংযুক্ত করে দেব।