ইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিশুটির চোখে জল, ঠোঁটে হাসি

শেষ মিনিটে ম্যাগুয়ারের গোলের পর ওল্ড ট্রাফোর্ডে উচ্ছ্বাসে ভাসে ইউনাইটেড, শিশুর চোখে জল–ঠোঁটে হাসি; আবেগের এমন নাটকীয়তা ফুটবলই দিতে পারে।
রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের অপেক্ষায় যারা ছিলেন, তারা আগের রাতে সান্তিয়াগো বার্নাব্যু থেকে হতাশ হয়েই ফিরেছেন। কিন্তু ঠিক পরদিন রাতেই ওল্ড ট্রাফোর্ডে দেখা মিলেছে এক রূপকথার—যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অলৌকিকভাবে জয় ছিনিয়ে নেয় লিঁওর বিপক্ষে।
প্রথম লেগে ফ্রান্সে ২–২ গোলে ড্র করার পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। প্রথমার্ধেই ম্যানুয়েল উগার্তে ও দিয়াগো দালতের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ৭১ থেকে ৭৭ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচে ফেরে লিঁও। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ২–২, দুই লেগ মিলিয়ে ৪–৪।
৮৯ মিনিটে লিওঁর তোলিসোর লাল কার্ডের ফলে অতিরিক্ত সময়ে দশজন নিয়ে খেলতে হয় ফরাসি দলটিকে। তবুও ১০৯ মিনিটে চেরকি ও লাকাজেতের গোলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় তারা। দুই লেগ মিলিয়ে তখন ইউনাইটেড পিছিয়ে ৬–৪ গোলে, বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
তখনই শুরু হয় ইউনাইটেডের জাদুকরী প্রত্যাবর্তন। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে ব্যবধান কমে ৪–৩ হয়। এরপর ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে ম্যাচে সমতা ফেরান। মনে হচ্ছিল খেলা যাচ্ছে টাইব্রেকারে—কিন্তু নাটকের এখানেই শেষ নয়।
১২১ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের নাটকীয় গোল ইউনাইটেডকে এনে দেয় ৫–৪ গোলের অবিশ্বাস্য জয়, দুই লেগ মিলিয়ে ৭–৬ ব্যবধানে সেমিফাইনালের টিকিট। প্রতিপক্ষ এবার অ্যাথলেটিক বিলবাও।
পুরো ম্যাচজুড়ে উত্তেজনা আর আবেগে ভরপুর এই ম্যাচের প্রতীক হয়ে উঠেছে এক শিশু সমর্থকের দৃশ্য—১১৭ মিনিটে কান্নায় ভেঙে পড়া শিশুর মুখেই শেষ বাঁশির পর হাসির ঝলক। এই একটি মুহূর্ত যেন তুলে ধরেছে ম্যাচের সমস্ত আবেগ, উত্থান-পতন।
গ্যালারিতে বসে থাকা কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মুখেও ফিরেছে হাসি—যা বহুদিন পর ইউনাইটেড সমর্থকদের প্রাণে নতুন আশার সঞ্চার করেছে।
প্রিমিয়ার লিগে হতাশাজনক সময় পার করা ইউনাইটেডের জন্য এই জয় যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। কোচ রুবেন আমোরিম বলেন, "এমন জয়ের মুহূর্ত আমাদের অনেক সাহায্য করে। এটি খেলোয়াড়দের সমর্থকদের সঙ্গে নতুন করে যুক্ত করে দেয়। কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি কতটা কঠিন মৌসুম পার করছি।"
শেষ হাসি এবার ইউনাইটেডের।