বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

খেলা

‘আর্সেনালের বিপক্ষে বুধবারের রাত রেয়াল মাদ্রিদের জন্যই’

 প্রকাশিত: ০৯:৪৮, ১৬ এপ্রিল ২০২৫

‘আর্সেনালের বিপক্ষে বুধবারের রাত রেয়াল মাদ্রিদের জন্যই’

আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে আর্সেনালের বিপক্ষে লড়াইয়ের আগে রেয়াল মাদ্রিদের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মুখে একটি শব্দই যেন উচ্চারিত হচ্ছে বারবার- ‘প্রত্যাবর্তন।’ দলটির মিডফিল্ডার জুড বেলিংহ্যাম যেমন বললেন, প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে বিধ্বস্ত হওয়ার পর থেকে ড্রেসিং রুমে অসংখ্যবার শুনেছেন এই শব্দ। এতে ভীষণ অনুপ্রাণিতও বোধ করছেন তারা। চেনা আঙিনায় ঘুরে দাঁড়ানোর আরেকটি আখ্যান রচনা করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বেলিংহ্যাম।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। বুধবার ফিরতি লেগ হবে রেয়ালের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

গত কয়েক বছরে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কিছু গল্প লিখেছে রেয়াল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। খুব কঠিন হলেও তেমন কিছু এবারও সম্ভব, বিশ্বাস বেলিংহ্যামের।

“ড্রেসিং রুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটা হলো প্রত্যাবর্তন। গত সপ্তাহ থেকে এটা লাখো বার শুনেছি, ভিডিও দেখেছি, এটা আমাদের অনেক অনুপ্রাণিত করছে। এমন একটি রাত হতে যাচ্ছে, যা রেয়াল মাদ্রিদের জন্যই।”

“এমন একটি রাত, যা ইতিহাসে লেখা থাকবে, তবে এমন রাত বিশ্বের এই অংশের মানুষের কাছে পরিচিত। আশা করি, আমরা আরও একটি বিশেষ রাত যোগ করতে পারব।”

বের্নাবেউয়ে বড় ভূমিকা রাখতে পারে রেয়ালের সমর্থকরা। তবে আসল কাজটা যে খেলোয়াড়দেরই করতে হবে, সেটা মনে করিয়ে দিলেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।

“বের্নাবেউয়ে সবসময়ই অবিশ্বাস্য আবহ থাকে, প্রাণশক্তি ছড়িয়ে পড়ে। আমরা তা অনুভব করতে পারি, এটা আমাদের সেরাটা বের করে আনে। মাদ্রিদিস্তারা (রেয়ালের সমর্থকগোষ্ঠী) সবসময়ই যা করে, এমন কিছু তাদের করতে বলা আমাদের দরকার নেই। এটা আমাদের ওপর নির্ভর করছে, আমাদের তাদের প্রাণশক্তি অনুভব করতে হবে এবং তাদের গর্বিত করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

“প্রথম লেগে যা হয়েছে, তার চেয়ে অনেক ভালো কিছু আমাদের করতে হবে। আরও বেশি নিবেদন, আরও বেশি মান... অনেক কিছু আছে। আমার মনে হয়, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি (প্রথম লেগে)। আমরা জানি, আমরা আরও ভালো কিছু করতে পারি এবং আগামীকাল (বুধবার) আমরা এটাই দেখাতে চাই।”