চ্যাম্পিয়ন্স লিগ
‘এমবাপের গোল লাগবে’, বললেন আনচেলত্তি

স্বপ্ন আছে, লক্ষ্য আছে, ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণার গল্পও রেয়াল মাদ্রিদের আছে ভুরিভুরি। আর্সেনালের বিপক্ষে খুব কঠিন ম্যাচ সামনে রেখে তাই মোটেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কার্লো আনচেলত্তি। বললেন, কাঙিক্ষত ফল পেতে মাঠের লড়াইয়ে সেরাটা নিংড়ে দেবে তার দল।
দলীয় প্রচেষ্টায় চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের বড় ব্যবধানে হারের ঘাটতি পুষিয়ে নিতে অবশ্য একজনের কাছে বাড়তি প্রত্যাশা আছে আনচেলত্তির। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের কাছে গোলের দাবি তিনি জানিয়ে রাখলেন সংবাদ সম্মেলনে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে নামবে রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
এই ঘাটতি পুষিয়ে নেওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। রেয়াল মাদ্রিদ বলেই তা পুষিয়ে নেওয়ার সম্ভাবনা বরং বেশি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলের কোচ আনচেলত্তি তাই সওয়ার হতে চাইছেন এমবাপের কাঁধে। ইউরোপ সেরার চলতি আসরে দলের সর্বোচ্চ গোলদাতা (৭টি) এই তারকা।
অবশ্য সবশেষ লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে রেয়ালের ১-০ গোলে জয়ের দিন লাল কার্ড দেখে মানসিকভাবে একটু নড়বড়ে অবস্থায় আছেন এমবাপে। মেজাজ হারানোয় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে মাঝের সময়ে এই ফরোয়ার্ড সামলে উঠেছেন ওই ধাক্কা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমবাপের মনের অবস্থা, তার কাছে প্রত্যাশার কথা বললেন আনচেলত্তি। দুঃসময়ে ঘুরে দাঁড়াতে কী প্রয়োজন, দলকে মনে করিয়ে দিলেন সেটাও।
“যেটা ঘটেছিল, তা নিয়ে সে কষ্ট পেয়েছিল, হতাশ হয়েছিল। তবে গতকাল সে খুবই ভালো অনুশীলন করেছে, খুবই অনুপ্রাণিত। তাকে আমাদের প্রয়োজন। আমাদের কেবল রক্ষণ সামলালে চলবে না, গোলও করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে আগামীকাল (বুধবার) তার গোল আমাদের বেশি প্রয়োজন।”
“আমাদের সবকিছুই প্রয়োজন, আমাদের যে মান আছে, তার সমন্বয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোনো কিছুতেই ভুল করা যাবে না। দুঃসময়ে আত্মবিশ্বাস থাকা ও ভীষণ মনোযোগী হওয়া প্রয়োজন। দুঃসময়ে আরও বেশি প্রাণশক্তি থাকতে হবে।”
এই প্রাণশক্তি দারুণ উজ্জীবিত আর্সেনালকে ছিটকে দিতে যথেষ্ট হবে কিনা, তা নিয়ে অবশ্য সন্দিহান আনচেলত্তি। তবে ইতালিয়ান কোচ নিশ্চিত, সামর্থ্যের সবটুকু দিয়ে লড়বে তার দল।
“আমি ছেলেদের সাথে এই ম্যাচের আবেগ নিয়ে কথা বলেছি, কেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, সেটা নিয়ে কথা বলেছি। অনুপ্রেরণা আছে এবং আমি চাই, যথেষ্ট শান্ত থেকে ছেলেরা এই ম্যাচের প্রস্তুতি নিক। কেবল একটা বিষয়ে আমরা নিশ্চিত নই যে, আমরা কাঙ্ক্ষিত ফল পাব কি না; কিন্তু নিশ্চিতভাবেই আমরা আমাদের সবটুকু ঢেলে দেব।”