সেই এনরিকে, সেই এমেরি এবং আরেকটি - বিশ্বাসে মিলায় বস্তু`র গল্প

বিশ্বাসের জোরে অসম্ভবকে সম্ভব করার মিশনে এমেরির অ্যাস্টন ভিলা - ছবি: এএফপি
নিজেদের ওয়েবসাইটে একটি পোল চালু করেছে উয়েফা। প্রশ্ন—সেমিফাইনালে উঠবে কে, অ্যাস্টন ভিলা না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)? এখন পর্যন্ত ৭৯ শতাংশ ভোট পড়েছে পিএসজির পক্ষে।
আসলে সেটাই স্বাভাবিক। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩–১ গোলের জয় পেয়েছে পিএসজি, ফলে সেমিফাইনালে তাদের এক পা ইতোমধ্যেই পড়ে গেছে বলা যায়। ফিরতি লেগে অ্যাস্টন ভিলাকে পিএসজিকে বিদায় করতে হলে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হবে। উসমান দেম্বেলে, খিচা কাভারাস্কেইয়া ও মার্কিনিওসরা যেভাবে খেলছেন, তাতে পিএসজিকে ছিটকে দেওয়া কঠিনই নয়, অসম্ভবই মনে হচ্ছে।
তবুও, কথায় আছে, 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।' উনাই এমেরির মধ্যে সেই বিশ্বাসটাই রয়েছে। পরিসংখ্যানকে পাত্তা না দিয়ে ভিলার স্প্যানিশ কোচ মনে করছেন, ঘরের মাঠে পিএসজিকে চমকে দেওয়ার ক্ষমতা তাঁর দলের আছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমেরি বলেন, "মঙ্গলবার ভিলা পার্কে আমরা নিজেদের ও সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে যাচ্ছি। আমাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। অবশ্যই কাজটা কঠিন হবে, তবে ঘরের মাঠে নিজেদের শক্তিশালী ভাবতে হবে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আমরা আমাদের দলীয় শক্তির সঙ্গে সমর্থকদের শক্তি মিশিয়ে সেরা ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব।"
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার আশা নিয়ে দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হচ্ছে অ্যাস্টন ভিলা। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের মাঠ থেকে ৩–০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা—ঠিক এই ব্যবধানেই আজ জিততে হবে তাদের।
অন্যদিকে, পিএসজির সাম্প্রতিক পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। ফ্রেঞ্চ লিগ আঁ-এর শিরোপা ছয় ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৮ ম্যাচে ১৭টি জিতেছে দলটি। গত অক্টোবরের পর থেকে এক গোলের বেশি ব্যবধানে হারেনি তারা, চলতি মৌসুমে ৪৭ ম্যাচে মাত্র একবার এক গোলের ব্যবধানে হেরেছে। ফলে আজ দুই গোলে হারলেও শেষ চারে উঠতে পারে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর একটি গল্পের সঙ্গে এই দুই কোচের সম্পর্কও জড়িত। ২০১৬–১৭ মৌসুমে শেষ ষোলোতে প্রথম লেগে এমেরির পিএসজি ৪–০ গোলে হারিয়েছিল লুইস এনরিকের বার্সেলোনাকে। ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে ৬–১ গোলের জয় এনে দিয়ে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান এনরিকে। সেই ম্যাচের আগে নেইমার বলেছিলেন, "১% সম্ভাবনা, ৯৯% বিশ্বাস।"
এবার সেই এনরিকের বিপক্ষে প্রতিশোধের গল্প লিখতে চান এমেরি। সেটা আদৌ সম্ভব কি না, তা আজ রাতেই জানা যাবে।