প্রিমিয়ার লিগে ফেরার পথে বড় ধাক্কা খেল হামজার শেফিল্ড

ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়নশিপে মিলওয়ালের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। এই পরাজয়ে প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হয়ে পড়েছে শেফিল্ডের। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা দুই থেকে তিন নম্বরে নেমে গেছে, অন্যদিকে শীর্ষে উঠে এসেছে লিডস।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও শেফিল্ড গোল করতে পারেনি। হামজাও মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এবং ৬৫ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। মিলওয়াল ৭টি শটের বিপরীতে শেফিল্ড ২৫টি শট নিয়েছিল।
২১তম মিনিটে শেফিল্ড গোল খায়। একটি ডিফ্লেক্টেড পাসে শেফিল্ড ডিফেন্ডার জ্যাক রবিনসন বিভ্রান্ত হলে মিলওয়াল এর সুযোগ নিয়ে গোল করে। এই এক গোলই মিলওয়ালের রক্ষণ শক্তিশালী হয়ে উঠে, যা ভাঙতে পারেনি শেফিল্ড।
প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হতে চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি দল নির্বাচিত হবে, এবং তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে-অফ হবে। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার ম্যাচ শেষে বলেন, “আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি। নিজেদের মতো করে বলতে গেলে গোল আটকাতে অনেক কিছুই ভালোভাবে করতে পারতাম।”