থাই ওপেন চ্যাম্পিয়নশিপে সামিউলের ক্যারিয়ার সেরা টাইমিং, মালয়েশিয়ায় সোনার স্বপ্ন

থাই ওপেনে সেরা টাইমিং, মালয়েশিয়ায় সোনার প্রত্যাশা সামিউলের
থাইল্যান্ডে অনুষ্ঠিত থাই ওপেন চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। তাঁর সময় ছিল ৫৮.৯০ সেকেন্ড, যা তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে তাঁর সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন থাইল্যান্ডের সাঁতারু, যাঁর টাইমিং ছিল ৫৬.৯৩ সেকেন্ড। রুপা জিতেছেন হংকংয়ের সাঁতারু, যাঁর টাইমিং ছিল ৫৭.৮৪ সেকেন্ড। আজ সামিউল ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও অংশ নেবেন।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন সামিউল, যেখানে তিনি উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। থাই ওপেন চ্যাম্পিয়নশিপের পর তিনি মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন, যা এপ্রিলের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় গত বছর রুপা জিতেছিলেন সামিউল। এবারের লক্ষ্য সোনা জেতা। তিনি বলেন, "থাই চ্যাম্পিয়নশিপের জন্য বিশেষ প্রস্তুতি নিইনি, তবে মালয়েশিয়ায় সোনা জেতাই আমার প্রধান লক্ষ্য। এই প্রতিযোগিতাটি মূলত মালয়েশিয়ার প্রস্তুতি হিসেবে কাজ করছে।"
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার। সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সামিউল বলেন, বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের আগে মালয়েশিয়ায় সোনা জিততে পারলে প্রস্তুতি আরও শক্তিশালী হবে। সিঙ্গাপুরে ভালো কিছু করার চেষ্টা করব।
২০২৩ সালে জাতীয় সাঁতারে তিন সোনা জেতা এই প্রতিভাবান সাঁতারু সামিউল, গত বছর ৩৩তম জাতীয় সাঁতারে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।