মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

খেলা

হার্দিক-কিশোরের উত্তপ্ত বাক্য বিনিময়, কী হয়েছিল আসলে?

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:০১, ৩০ মার্চ ২০২৫

হার্দিক-কিশোরের উত্তপ্ত বাক্য বিনিময়, কী হয়েছিল আসলে?

আইপিএলে হার্দিক-কিশোরের উত্তপ্ত মুহূর্ত, ম্যাচ শেষে কিশোর বললেন— এটা ব্যক্তিগত কিছু নয়

এক সময় গুজরাট টাইটান্সের হয়ে একসঙ্গে আইপিএল খেলেছেন সাই কিশোর ও হার্দিক পান্ডিয়া। তবে এখন হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক, আর কিশোর গুজরাট টাইটান্সেই রয়েছেন। শনিবারের ম্যাচে দুই সাবেক সতীর্থের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে, যা নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন কিশোর।  

মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে শুরু হয় এই বাকবিতণ্ডা। গুজরাটের দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করার সময় কিশোরের একটি ডেলিভারিতে রক্ষণাত্মক শট খেলেন হার্দিক। বল কুড়িয়ে নেওয়ার সময় কিশোর তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেন, যা দেখে চটে যান হার্দিক। তিনিও পাল্টা কিশোরের দিকে রক্তচক্ষু দেখিয়ে এগিয়ে যান।  

এ সময় দুজনকে কিছু বলতে দেখা যায়, তবে আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

ম্যাচ শেষে এ নিয়ে জানতে চাইলে কিশোর বলেন, "হার্দিক আমার ভালো বন্ধু। মাঠের ভেতরে অনেক কিছু ঘটে, তবে আমরা এসব ব্যক্তিগতভাবে নিই না।"