বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে হেরে ‘চাকরি খোয়ানোর দুয়ারে’ দরিভাল

 প্রকাশিত: ০২:৩৩, ২৯ মার্চ ২০২৫

আর্জেন্টিনার বিপক্ষে হেরে ‘চাকরি খোয়ানোর দুয়ারে’ দরিভাল

তারকার কমতি নেই, ক্লাব ফুটবলে আলো ছড়ানো খেলোয়াড়েরও অভাব নেই- তবুও একটা দল হয়ে উঠতে পারছে না ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা যেন এখন অতীতের কঙ্কাল। দলকে কক্ষপথে ফেরাতে না পারার মাশুল দিয়ে চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় কোচ দরিভাল জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার মাঠে ৪-১ ব‍্যবধানে হারার পর কোচের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্তারা। সেখানে বিদায়ের কথা অনেকটাই পাকা হয়ে গেছে বলে জানায় ব্রাজিলের বিভিন্ন গণমাধ‍্যম।

দেশটির ক্রীড়া পত্রিকা ইউওএলের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত বদলানোর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কোচের ভবিষ‍্যৎ নিয়ে সিবিএফ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব‍্য করেনি।

গত বছরের শুরুতে ব্রাজিলের কোচ হন দরিভাল। ৬২ বছর বয়সী শুরুতে বেশ সাফল‍্য পান, ইংল‍্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম‍্যাচে দারুণ ফুটবল খেলে তার দল। তবে খেই হারান দ্রুতই। কোপা আমেরিকায় ব‍্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়ে চলছে ভোগান্তি।

দেশের মাটিতে ব্রাজিল প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম‍্যাচে হেরেছে দরিভালের কোচিংয়েই। বাছাইয়ের কোনো আসরে পাঁচ হারের তেতো অভিজ্ঞতাও হয়েছে এবারই প্রথম। আরও চার ম‍্যাচ বাকি থাকায় পরাজয়ের সংখ‍্যা বাড়ার শঙ্কা থাকছেই।

১৪ ম‍্যাচে ৬ জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চার নম্বরে আছে ব্রাজিল। ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে বিশ্বকাপের পরের আসরে খেলা।

লিওনেল স্কালোনির দলের বিপক্ষে নিদারুণ ব‍্যর্থতার পর দরিভালকে ছাঁটাইয়ের চাপ বাড়তে থাকে। আর্জেন্টিনার মাঠে ন‍্যুনতম লড়াই করতে পারেনি ব্রাজিল। টেকটিক‍্যালি অনেক ঘাটতি নিয়ে উচ্চকণ্ঠ হন সমর্থকরা।

কেবল দুই মিডফিল্ডার নিয়ে খেলতে নামেন দরিভাল। বিপরীতে আর্জেন্টিনা নামায় পাঁচ মিডফিল্ডার। মাঝ মাঠ নিয়ন্ত্রণে নিয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের উড়িয়ে দেয় স্কালোনির দল।

দল ঘোষণার ক্ষেত্রেও ধারাবাহিক নন দরিভাল। অনেক পরিবর্তনের মাশুল দিতে হচ্ছে ব্রাজিলকে। প্রতিবারই নতুন মুখের ভীড়ে একটা দল হিসেবে খেলতে পারছে না তারা। এর বাইরে তার কোচিংয়ে ফলও সিবিএফের জন‍্য সন্তোষজনক নয়।

আগামী জুনে ফের মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে খেলবে একুয়েডর ও প‍্যারাগুয়ের বিপক্ষে।