বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে চাকরি হারানোর শঙ্কায় ব্রাজিল কোচ দরিভাল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৫০, ২৭ মার্চ ২০২৫

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে চাকরি হারানোর শঙ্কায় ব্রাজিল কোচ দরিভাল

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে চাকরি হারানোর শঙ্কায় ব্রাজিল কোচ দরিভাল!

ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় মেনে নিতে পারছেন না ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তারা। এ পরাজয়ের জন্য কোচ দরিভাল জুনিয়রকেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে।  

আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর সমস্ত দায় স্বীকার করেছেন দরিভাল। তবে এর পরও চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন তিনি। ব্রাজিলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণে সিবিএফ শুক্রবার একটি জরুরি বৈঠক ডেকেছে।  

পরাজয়ের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে দরিভালের ভবিষ্যৎ খুব একটা ভালো নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সিবিএফের দাবি, এটি একটি রুটিন বৈঠক, তবে কোচিং স্টাফদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হতে পারে।  

কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ?
ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনে দরিভালের সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম আবারও আলোচনায় এসেছে। শুরু থেকেই এই ইতালিয়ান কোচকে পেতে চেয়েছিল ব্রাজিল। এছাড়া ফ্লামেঙ্গোর ফিলিপ লুইস ও সৌদি ক্লাব আল হিলালের হোর্হে হেসুসকেও সম্ভাব্য কোচের তালিকায় রাখা হয়েছে।  

২০২৪ সালের জানুয়ারিতে ফার্নান্দো দিনিজের পরিবর্তে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। কিন্তু সাও পাওলো ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরও দলকে সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে, আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর তার কোচিং ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে।