জীবন কতটা অনিশ্চিত, নতুন উপলব্ধি তামিমের

তামিম ইকবাল
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। শারীরিক অবস্থার কারণে হেলিকপ্টারে তোলার সুযোগ না থাকায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দিয়ে তামিম জানান, দুই বছর আগে রমজানে এক বন্ধুর বাবার অপারেশন দেরি হওয়ার ঘটনা তাকে হৃদরোগের ভয়াবহতা বুঝতে সাহায্য করেছিল। তবে তিনি কখনো ভাবেননি, তার নিজের সঙ্গেও এমন ঘটনা ঘটবে।
আল্লাহর রহমত ও সকলের দোয়ায় তিনি বিপদ কাটিয়ে ফিরেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিপদের সময় পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম বলেন, আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।
তামিম বলেন, জীবন আসলে অনেক ছোট এবং যে কোনো সময় সংকট আসতে পারে। তাই তিনি সবার প্রতি আহ্বান জানান, একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর জন্য।
সবশেষে তামিম তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার এবং পরিবারের জন্য দোয়া চান। তিনি বলেন, সবার ভালোবাসা ছাড়া তিনি কিছুই নন।