‘অল্প অল্প’ হাঁটাচলা করছেন তামিম

‘দয়া করে কেউ এখানে থাকবেন না, জায়গাটা নিরিবিলি রাখুন’- অনুরোধের সুরে বলেন কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত এক চিকিৎসক। অল্প কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল পুরো ফ্লোর। এই হাসপাতালেই চিকিৎসাধীন তামিম ইকবাল। মঙ্গলবার সকাল থেকে এভাবেই মানুষের ভিড় কমিয়ে রাখার চেষ্টা দেখা যায় দায়িত্বরতদের।
পরে সিসিইউ থেকে বের হয়ে উপস্থিত সংবাদকর্মীদের কিছুটা স্বস্তির খবর দেন তামিমের হার্টে স্টেন্ট বসানোর প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক মনিরুজ্জামান মারুফ।
“তামিম এখন ভালো আছেন। ভালো ব্যাপার হলো, তিনি অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।”
তাৎক্ষণিকভাবে আর কিছু বলেননি চিকিৎসক মনিরুজ্জামান। তবে বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানানো হবে বলেন তিনি।
হাসপাতালে সোমবারের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারের হার্ট অ্যাটাকের খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যম ও ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড় জমে যায়। যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমেও কিছুটা বিঘ্ন ঘটায়। তাই মঙ্গলবার সকাল থেকেই সিসিইউ ও আশপাশের জায়গা ফাঁকা রাখার চেষ্টা করা হয়।
সকাল থেকে তাই হাসপাতালে তেমন ভিড় জমেনি। এছাড়া ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে আসতেও দেখা যায়নি। পরিবারের সদস্যরাই আপাতত তামিমের সঙ্গে আছেন।
এ দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠেই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর আগে তামিমের দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করা হয়।