আর্জেন্টিনার বিপক্ষে জয় খরা কাটাতে উন্মুখ ব্রাজিল কোচ

সমালোচনার জবাব দেওয়ার একটা বড় সুযোগ দেখছেন দরিভাল জুনিয়র। ব্রাজিল কোচ মনে করছেন, এজন্য দেড় দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারাতে হবে তাদেরই মাঠে।
বাংলাদেশ সময় আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে প্রায় ছয় বছর ধরে হারাতে পারছে না ব্রাজিল, প্রতিপক্ষের মাঠের হিসাবে ১৬ বছর।
বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ড্রয়ের পর বেশ চাপ থাকা ব্রাজিল কিছুটা গা ঝাড়া দিয়েছে কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতে। দরিভাল মনে করছেন, আর্জেন্টিনা ম্যাচ তার দলের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ।
“আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সফলতম দল আর্জেন্টিনার মুখোমুখি হব। আমরা সেখানে জয়ের জন্যই যাব। আমরা নিজেদের সেরা ফুটবল খেলার এবং তাদের মাঠেই তাদের হারানোর চেষ্টা করব।”
“আমরা এমন এক দেশে বাস করি, যারা সমালোচনা করতে ভালোবাসে। এটা দুর্ভাগ্যজনক হবে আমি এমনটাই ভাবি। আমরা সমালোচনা করতে ভালোবাসি এবং প্রাপ্য সম্মান খুব একটা দেই না।”
আর্জেন্টিনায় স্বাগিতকদের বিপক্ষে সবশেষ ২০০৯ সালে জিতেছিল ব্রাজিল। আর সব মিলিয়ে সবশেষ জয় এসেছিল ২০১৯ সালে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে। পরের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, সবকটি ১-০ ব্যবধানে।
কলম্বিয়ার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ব্রাজিল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে একুয়েডর। আর ৭ পয়েন্টে এগিয়ে থেকে চূড়ায় আর্জেন্টিনা।