মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

খেলা

সাবেকদের টুর্নামেন্টে সাকিব, খেলবেন তামিমের বিপক্ষে

 প্রকাশিত: ১৭:৪২, ১ মার্চ ২০২৫

সাবেকদের টুর্নামেন্টে সাকিব, খেলবেন তামিমের বিপক্ষে

জাতীয় দলে না থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট (টি-টোয়েন্টি বাদে) থেকে অবসর নেননি সাকিব আল হাসান। সক্রিয় রয়েছেন পেশাদার ক্রিকেটেও।

তবে এবার সাবেকদের ক্রিকেট টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

ভারতের রাজস্থানে আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানেই এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। গতকাল রাতে এশিয়ান স্টারসের এক্স পোস্টে তাদের হয়ে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়।

একই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামে একটি দলও খেলবে। এই দলটিতে খেলবেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল। এই দলের অধিনায়ক আগেই অবসর নেওয়া মোহাম্মদ আশরাফুল। এই দলে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা।

সাবেকদের এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট 'স্পোর্টসকিডা' জানিয়েছে, শুরুতে সাকিবের খেলার কথা ছিল বাংলা টাইগার্সের হয়েই। কিন্তু পরে এশিয়ান স্টারসে নাম লেখান তিনি। তবে সাকিব কেন বাংলা টাইগার্সে যাননি, সেটি নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  

আগামী ১০ মার্চ টুর্নামেন্টে সাকিবদের প্রথম ম্যাচ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগান পাঠানস। এরপর ১২ মার্চ বাংলা টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টারস। এই ম্যাচে সাকিব ও তামিমের মুখোমুখি হওয়ার কথা।  

পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল ইন্ডিয়ান রয়্যালস ও শ্রীলঙ্কান লায়নস। ভারতের দলটিতে খেলবেন শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু ও ইউসুফ পাঠানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর লঙ্কানদের হয়ে খেলবেন তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গারা। আসরের ফাইনাল হবে ১৮ মার্চ। সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।