বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১৩ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার হচ্ছে: আসিফ নজরুল আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার কোনো অপরাধীকে ‘বাইরে’ দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম ‘সাগর-রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন’ সাগর-রুনি হত্যার ১৩ বছর: তদন্ত নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা ‘আরাকান আর্মির হাতে’ ৪ বাংলাদেশি জেলে অপহৃত জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস

খেলা

বের্নাবেউয়ে অমীমাংসিত মাদ্রিদ ডার্বিতে নতুন বিতর্কের জন্ম

 প্রকাশিত: ১১:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বের্নাবেউয়ে অমীমাংসিত মাদ্রিদ ডার্বিতে নতুন বিতর্কের জন্ম

রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের অভিযোগ নিয়ে যে বিতর্ক চলছে, সেই আগুনে যেন নতুন করে ঘি ঢাললেন রেফারি। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে তার চরম বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। বিরতির পর মরিয়া হয়ে ওঠে এমবাপে-ভিনিসিউসরা, খেলে দাপুটে ফুটবল। তবে, একটি পয়েন্টের বেশি আদায় করে নিতে পারেনি লিগ চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। হুলিয়ান আলভারেসের পেনাল্টি গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা টানেন কিলিয়ান এমবাপে।

দানি কারভাহাল, ডাভিড আলাবা, এদের মিলিতাও ও আন্টোনিও রুডিগার- রক্ষণের চার মূল খেলোয়াড়কেই চোটের কারণে পায়নি রেয়াল। তাতে জোড়াতালি দিয়ে রক্ষণভাগ সাজাতে হয় কোচ কার্লো আনচেলত্তিকে। অবশ্য নিজেদের ঘর সামলাতে গিয়ে প্রতিপক্ষের ভঙ্গুর রক্ষণের পরীক্ষা খুব একটা নিতে পারেনি আতলেতিকো।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া চাপ ধরে রাখা রেয়াল পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে, আতলেতিকোর ১০ শটের মধ্যে গোলেরটিই কেবল লক্ষ্যে ছিল।

শিরোপা ধরে রাখার অভিযানে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল রেয়াল। গত সপ্তাহে দুর্বল এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা।

তবে, পয়েন্ট তালিকার শীর্ষে রেয়ালই থাকছে। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো।

বার্সেলোনার সামনে এখন সুযোগ ব্যবধান কমানোর, এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।

বল মাঠে গড়ানোর আগে চওড়া হাসিমুখে মাঠে প্রবেশ করেন রেয়ালের অনেক সাফল্যের নায়ক, ক্লাবের একসময়ের রেকর্ড শিরোপা জয়ী মার্সেলো। দুদিন আগে ফুটবলকে বিদায় জানানো এই ব্রাজিলিয়ানকে বিশেষ সম্মান জানানো হয়, তার হাতে ক্লাবের বিশেষ একটি জার্সি তুলে দেন রেয়ালের আরেক গ্রেট লুকা মদ্রিচ।

এরপর শুরু হয় মাঠের লড়াই। প্রথম দিকে দুই দলকেই বেশ সাবধানী দেখা যায়, কারো খেলায়ই ছিল না তেমন গতি। প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য রেয়াল চারটি ও আতলেতিকো দুটি শট নিতে পারে, যদিও কোনোটিই লক্ষ্যের ধারেকাছে ছিল না।

৩১তম মিনিটে রেয়ালের ডি-বক্সে বাঁ দিক আসা ক্রস নিয়ন্ত্রণে নিতে পা বাড়ান সামুয়েল লিনো, একই সময়ে অহেলিয়া চুয়ামেনির বাড়ানো পা গিয়ে পড়ে লিনোর পায়ে, যদিও তার আগেই বল বেরিয়ে যায় দুজনের মাঝ দিয়ে।

ওখানেই শুরু বিতর্কের; খানিকটা সময় নিয়ে মনিটরে দেখার ইঙ্গিত করেন রেফারি, ডাগআউটে আনচেলত্তির মুখে তখন একরকম তাচ্ছিলেল্যের হাসি, দুই হাত দিয়ে মুখ ঢাকেন তিনি, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। ধারাভাষ্যকাররা বলছিলেন, এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। কিন্তু, সবাইকে অবাক করে দিয়ে বাজে পেনাল্টির বাঁশি। আলভারেসের সোজাসুজি স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা।

প্রথমার্ধে দুই দল মিলিয়ে সেটিই ছিল লক্ষ্যে একমাত্র শট।

গোলের জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রেয়ালের খেলায় মরিয়া ভাব ফুটে উঠতে থাকে। দ্রুত ফলও পেয়ে যায় তারা। ৫০তম মিনিটে রদ্রিগোর বাড়ানো বল পেয়ে ছয় গজ বক্সের মুখ থেকে জুড বেলিংহ্যামের শট রক্ষণে প্রতিহত হয়। ফিরতি বল বক্সের মাঝামাঝি পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন এমবাপে।

দুই মিনিট পর ভাগ্য সহায় হলে এগিয়েও যেতে পারতো রেয়াল। তবে, ভিনিসিউস জুনিয়রের ক্রসে গোলমুখ থেকে বেলিংহ্যামের হেড ক্রসবারে লাগে।

কোচ সিমেওনের ছেলে গিলিয়ানো সিমেওনে ৬০তম মিনিটে ভালো একটি সুযোগ পান; তবে ছয় গজ বক্সের ডান দিক থেকে ঠিকমতো শটই নিতে পারেননি তিনি।

একের পর আক্রমণে সুযোগ তৈরি করতে থাকে রেয়াল। ৭১তম মিনিটে রদ্রিগোর দুরূহ কোণ থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক ইয়ান ওবলাক। তিন মিনিট পর বাঁ দিকের সাইডলাইন থেকে রদ্রিগোর ফ্রি কিক সবাইকে ফাঁকি দিয়ে শেষ মুহূর্তে এক ড্রপে জালে জড়াতে যাচ্ছিল, দ্রুত ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান ওবলাক।

বাকি সময়ে চাপ ধরে রাখলেও, উল্লেখযোগ আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি কেউ। মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফেরে সিমেওনের দল।

লা লিগায় আতলেতিকোর বিপক্ষে রেয়ালের জয়খরা দীর্ঘ হলো আরেকটু। গ্রিজমানদের বিপক্ষে সবশেষ রেয়াল জিতেছে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে। চার মাস পর ওই মৌসুমের কোপা দেল রেতেও নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল রেয়াল।

তারপর আনচেলত্তির দল আর পারেনি জিততে।

লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচ আতলেতিকোর বিপক্ষে জয়হীন রইল রেয়াল। গত মৌসুমে লিগে একটি ম্যাচই হারে তারা, সেটা দিয়েগো সিমেওনের দলের বিপক্ষেই। গত সেপ্টেম্বরে এবারের লিগের প্রথম দেখায় ১-১ ড্র করে তারা।