বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১৩ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার হচ্ছে: আসিফ নজরুল আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার কোনো অপরাধীকে ‘বাইরে’ দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম ‘সাগর-রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন’ সাগর-রুনি হত্যার ১৩ বছর: তদন্ত নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা ‘আরাকান আর্মির হাতে’ ৪ বাংলাদেশি জেলে অপহৃত জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস

খেলা

আনন্দের রাতে বিদায়ের বেদনা তামিমের

 প্রকাশিত: ০৯:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আনন্দের রাতে বিদায়ের বেদনা তামিমের

একদিকে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতিয়ে আনন্দে মেতে উঠেছেন তামিম ইকবাল। আবার একই রাতে পেয়েছেন বিদায়ী সংবর্ধনাও।

যেখানে তাকে ছুঁয়ে গেছে বিদায়ের বেদনা।  

মিরপুরে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আগেরবারের মতো এবারও দলটির নেতৃত্বে ছিলেন তামিম। আজ দলের জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন তিনি। খেলেছেন ২৯ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস।  

বিপিএলের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম । ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেশসেরা ওপেনারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। যদিও দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তির বিদায়ী মঞ্চ আগেই প্রস্তুত করে রেখেছিল বিসিবি। আজ মঞ্চে তামিমের হাতে স্মারক জার্সি ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরে বাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তামিমকে নিয়ে তৈরি বিশেষ ভিডিও দেখানো হয়। যেখানে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা বিষয় তুলে ধরা হয়। তার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় দলের তরুণ ক্রিকেটার জাকের আলী, জাকির  হাসান, তানজিম হাসান ও ইয়াসির আলী রাব্বি। তামিমকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল।  

তামিমের সঙ্গে মঞ্চে হাজির হন তার স্ত্রী-সন্তানরাও। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠেন জাতীয় দল ও ফরচুন বরিশালে তামিমের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমকে ক্যারিশম্যাটিক আখ্যা দেন রিয়াদ এবং মুশফিক জানান, তামিমই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার।  

নিজের বক্তব্যে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জানা-অজানা অনেক কথাই বলেন তামিম। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ দলের উদযাপন দেখেই যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছিলেন, সেকথা আরও একবার বর্ণনা করেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন চাচা আকরাম খানের প্রতি।  

এরপর তামিম বলেন, ‘তামিবিয়ান, সাকিবিয়ান বা মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এসব আসলে দেশের ক্রিকেটকেই ধ্বংস করে দিয়েছে। দয়া করে এসব বন্ধ করুন। যে কেউ যে কারও সমর্থক হতে পারি, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। আমার এটাই শেষ বার্তা। ‘