প্রথমবারের মত ভারতের ওয়ানডে দলে বরুন
প্রথমবারের মত ভারতের ওয়ানডে দলে ডাক পেলেন স্পিনার বরুন চক্রবর্তী। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আগে ঘোষিত দলে যুক্ত করা হয়েছে তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বরুন। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো ভারত।
এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৩ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন বরুন। চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৬ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট শিকার করেন তিনি।
রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের সাথে ভারতের স্পিন বিভাগে থাকবেন বরুন।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ ভারতের জন্য প্রস্তুতির মঞ্চ। তাই এই সিরিজে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে পারেন বরুন। ১১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ব ঘোষিত দলে পরিবর্তনের সুযোগ থাকছে।
আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল : রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, আর্শদিপ সিং, যশ্বসী জয়সওয়াল, ঋসভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুন চক্রবর্র্তী।