মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২১ ১৪৩১, ০৫ শা'বান ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের এই মুহূর্তে অনেক কিছুই করা ‘সম্ভব না’: তিতুমীর নিয়ে নাহিদ ৫ জন মিলে কিশোরীকে ‘ধর্ষণ’, লাশ ফেলা হয় হাতিরঝিলে হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার? শুনানিতে কামাল মজুমদার ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমার স্ক্যানার সালমান, আনিসুল, মানিকসহ নয়জন ২ দিনের রিমান্ডে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

খেলা

আমার ক্যারিয়ার ও সম্মান হুমকির মুখে পড়েছে: বিজয়

 আপডেট: ১৫:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আমার ক্যারিয়ার ও সম্মান হুমকির মুখে পড়েছে: বিজয়

এবারের বিপিএল ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসায় বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট ১০ জন ক্রিকেটার ও ৪টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।

১০ জন ক্রিকেটারের নামও প্রকাশ করা হয়েছিল। এরপর গত শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে, দুর্বার রাজশাহীর উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বিকেলে বিসিবি জানায়, খবরটি সত্য নয়।  

বিসিবি আনুষ্ঠানিকভাবে জানানোর পর মুখ খুলেছেন বিজয়। নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত চার-পাঁচদিন ধরে আমার পরিবার এবং আমার ওপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার।

আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরে আসলে কথা বলার সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়।  আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে গত তিন-চারদিন ধরে যা দেখে আসছি এটা কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়।

যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাশালা মিশিয়ে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে সুন্দর বাহবা দিয়েছেন বা প্রমোট করেছেন।  

উকিল নোটিশ এক-দুদিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। একটা কথা বলি, আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে তা ভবিষ্যতে যেতে পারে তা অন্য কোনো  খেলোয়াড়ের উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোন নিউজ তার কথা না শুনে, যেকোন একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়া আসলে জানি না আপনারা কী মজা পান।  

কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায়, তার মানসিক অবস্থাটা কী থাকে। সবশেষ একটা কথা বলি এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপরে একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটের ভালো চান না। তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।  

তাদেরকে আমি বলতে চাই এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ইতিবাচক কথা বলেছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবাসে।

মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউয়ের সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কী যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কী যেতে পারে। আপনার না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়া নিউজ করার ফলে।

মানুষকে সবার সামনে থাপ্পর মারার পরে পরবর্তীতে যেয়ে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার মানসম্মান হয়েছে, আমার এত বছরের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমি জাতীয় দলে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কী রকম ক্যারিয়ার হবে আমি জানি না। কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না।  

আপনাদের কারণে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমার আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি, অসম্মানিত হয়েছি এটার দায়ভার কে নেবে। আপনারা যতই ‍সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কাল-পরশুর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব। ’

">http://