বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বইয়ের অনুমোদন পরমাণু বোমা ইরানের হাতের নাগালে আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভে পথে পথে জট, ট্রেন বন্ধ বিচারের শুদ্ধতায় অধ্যাদেশে আপিলের বিধান খুব সীমাবদ্ধ : আইন উপদেষ্টা সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্বে টবি ক্যাডম্যান যুক্তরাষ্ট্রে ঘুষের মামলায় অভিযুক্ত গৌতম আদানি গাজা চুক্তিতে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

 প্রকাশিত: ১৮:৩০, ৮ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

সময় শেষ হয়ে আসছে, টের পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দিয়েছিলেন তেমন ইঙ্গিত।

এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই সিরিজের শেষ ম্যাচটি খেলেই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি ঘটবে।  অবসরের সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আগেই আলাপ করে রেখেছিলেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ।  

তিনি বলেন ‘হ্যাঁ, এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। ’

কেন এখন অবসরের সিদ্ধান্ত তার ব্যাখ্যায় রিয়াদ বলেন, ‘আমি মনে করি, এটাই সঠিক সময় এই ফরম্যাট থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়। ’

কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এখন অবধি ১৩৯টি ম্যাচ খেলে ১১৭.৭৪ স্ট্রাইক রেট ও ২৩.৪৮ ২ হাজার ৩৯৫ রান এসেছে তার ব্যাট থেকে।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি, নেতৃত্ব দেন ২০২১ সালের বিশ্বকাপেও। তার অধীনে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬টি জয়ও পেয়েছেন তিনি।