মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬
ব্রেকিং
সেদিন ছিল ১৯ জুলাই। বেলা ৩ টার দিকে নাতি বাসিত খান মুসাকে নিয়ে আইসক্রিম কিনতে বাসার নিচে নামেন মায়া ইসলাম। বন্ধ থাকার কারণে নিচে নেমে মূল গেটের ভেতরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেখানে তার সাথে ছিল নাতি মুসা খান। তারপর বাইরে থেকে আসা এক গুলি মুসার মাথায় লেগে তা বের হয়ে পেছনে থাকা দাদির তলপেটে ঢুকে যায়।
শহীদ আবু বকর রিফাতের (২৩) মা বিউটি আক্তার (৪৫) তার আদরের সন্তানকে হারিয়ে এখনও গভীর শোকে ডুবে আছেন। প্রিয় সন্তানকে চিরতরে হারানোর দুঃখ যেন তাকে এক বেদনার চক্রে বন্দী করে রেখেছে।
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০২:৪০
কান্না থামছে না শহীদ রুবেল ইসলামের (১৯) মায়ের। ঘটনার পর প্রায় সাত মাস হয়ে এলেও ছেলে হারানোর শোক এখনও সামলে উঠতে পারছেন না তিনি। ছেলের রেখে যাওয়া স্মৃতি মনে পড়লেই চোখের পানি গড়িয়ে পড়ে এখনও।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:০২
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১৭:০৪
‘মা অনবরত গুলি হচ্ছে। পরে কথা বলব।’ কিন্তু মায়ের সাথে আর কথা বলা হল না রায়পুরের বাসিন্দা স্যানিটারি মিস্ত্রী ফয়েজ আহমদের (৩১)। ২১ জুলাই সন্ধ্যার আগে ছেলের খোঁজ নিতে ফোন করেন মা সবুরা বেগম। মায়ের ফোন পেয়ে ফয়েজ মাকে জানান, তিনি ভালো আছেন।
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২২
স্বপ্ন ছিল চাকরি করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, বাবাকে আর দিনমজুরের কাজ করতে দেবে না। অভাব-অনটনের সংসারে নিজে পড়াশোনা করতে পারেনি, তাই ছোট ভাইকে মানুষ করার ইচ্ছা ছিল তার। মাকে এসব কথা প্রায়ই ফোনে বলত বিপ্লব।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:২৫
আমিও জিজ্ঞেস করি, বাবা, তুমি কেমন আছো? এরপর আমি বলি, বাবা, বাইরে যাইও না। কেউ ডাকলেও যেও না। কিন্তু ছেলে আমাকে বলে, মা, আমি শহীদ হতে যাই। বড় ভাই রাকিবকেও একই কথা বলেছে।’
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪৯
‘আমার ছেলের কী অপরাধ ছিল? আমাকে কেন সন্তানহারা হতে হলো? কারা আমার ছেলেকে হত্যা করল? আমার বুকের মানিক কারা কেড়ে নিলো? আমি ছেলে হত্যার বিচার চাই। সুষ্ঠু বিচার চাই।’
রোববার, ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৭
দিনটি ছিল ২০২৪ সালের ১৯ জুলাই, শুক্রবার। সকালে গোসল করে জুমার নামাজ পড়তে ছেলেকে নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন নবীন তালুকদার। ছেলেকে বলেছিলেন, ‘তুমি আজ বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ো, আমি বায়তুল মোকাররমে নামাজ পড়ব। আগামীকাল তোমার সঙ্গে ক্রিকেট খেলব।’
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:১৮
মা রিনা বেগম চেয়েছিলেন ছেলে বেঁচে থাকুক, আন্দোলনে না যাক। গভীর আবেগ ও ভালোবাসা দিয়ে সেই চেষ্টাই করেছিলেন তিনি। কিন্তু মায়ের সব অনুরোধ-উপরোধ উপেক্ষা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন টাঙ্গাইলের গোপালপুরের ইমন।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১৩:৩০
বাইশ বছর বয়সী দোকান কর্মচারী সাইফুল ইসলাম তন্ময় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ছোট বোনের বিয়ের দিনটির জন্য। ৯ আগস্ট তার বোনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই বহুল প্রতীক্ষিত পারিবারিক আয়োজনের মাত্র চার দিন আগে ৫ আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয়।
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৪