কোরআন তেলাওয়াতের বিনিময় গ্রহণ করার হুকুম
প্রশ্নঃ
কন্ট্রাক্ট করে কোরআন তেলাওয়াত করা, এবং তার বিনিময় গ্রহন করা জায়েয আছি কি না?
উত্তরঃ
ইছালে সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে তার বিনিময় গ্রহণ করা জায়েয নেই। তবে দুনিয়াবী কোন উদ্দেশ্যে বা ব্যবসায়ীক উন্নতীর জন্য কোরআন তেলাওয়াত করে তার বিনিময় গ্রহন করা জায়েয আছে।
Online_News_Portal_24