রোহিঙ্গা সংকটের মধ্যেই মানবিক করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তা হতে হবে দেশের সব মানুষের সমর্থনে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে যেন আরেকটি গাজার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত না করা হয়। রোহিঙ্গা সমস্যার মধ্যেই বাংলাদেশ নতুন করে মানবিক সংকটে জড়াক, তা চায় না বিএনপি।
সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মিয়ানমারের জন্য মানবিক করিডোর (হিউম্যান প্যাসেজ) দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, গাজায় যেমন জাতিসংঘ খাবার ও ওষুধ পাঠাতে বিশেষ করিডোর ব্যবহার করে, বাংলাদেশকেও এখন একই পরিস্থিতিতে যেতে হচ্ছে—যা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তিনি অভিযোগ করেন, সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি। ফখরুল মনে করেন, জাতীয় স্বার্থে সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে এমন বড় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।