শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলাম : ড. ইউনূস

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং দুর্নীতিসহ নানা বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। রোববার আল জাজিরা এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে।
সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্ন করলে ড. ইউনূস জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি মোদিকে অনুরোধ করেন শেখ হাসিনাকে চুপ রাখতে। জবাবে মোদি জানান, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, তাই তিনি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
ড. ইউনূস আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিয়ে বাংলাদেশের জনগণকে উত্তেজিত করছেন, যা দেশের পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।