`বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন` প্ল্যাটফর্ম বাতিলের দাবি ছাত্রদলের

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে ছাত্রদলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিলের দাবি
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজধানীর বনানীতে মানববন্ধন আয়োজন করেছে ছাত্রদল। সেখানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিলের দাবি জানিয়েছেন।
আজ রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা মানববন্ধনে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শুরু হলেও, জুলাই আন্দোলনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন। তারা দাবি করেছেন, এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত করা হোক, কারণ এর কার্যক্রম গত বছর 'গণ-অভ্যুত্থান' পরবর্তী সময়ে শেষ হয়ে গেছে।
এই মানববন্ধনের আয়োজন করা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যার মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে।
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের কাজ শেষ, এরপরেও এর কমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত দেওয়া হচ্ছে। আমরা চাই, এটি বাতিল হোক।" তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শিক্ষার্থীদের ‘টার্গেট কিলিং’ করছে।
ছাত্রদল নেতা মো. আবু হোরায়রা বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু এখন তাদের রাজনীতিতে আসতে দেওয়া হচ্ছে না।" তিনি সরকারের কাছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।
জাহিদুল ইসলামের বাবা জসিম উদ্দিন তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং জনসম্মুখে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।
এ মানববন্ধনে ৫০০-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও অনেক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।