ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু

বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই। তিনি বলেন, বাংলাদেশ বাকশাল পদ্ধতির দিকে যাচ্ছে না, যেখানে সবাইকে একমত হতে হবে। বিভিন্ন দলের ভিন্নমত থাকাই স্বাভাবিক এবং যেখানে ঐকমত্য হয়েছে, সেখানে সংস্কার করা যেতে পারে; অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে এগোতে হবে।
রবিবার (২৭ এপ্রিল) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক শেষে আমির খসরু এসব কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু উপস্থিত ছিলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
আমির খসরু বলেন, ‘যেগুলো (সংস্কার প্রস্তাব) নিয়ে ঐকমত্য হয়েছে, এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই (সব রাজনৈতিক দল) সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ।’
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও একই সুরে বলেন, সবাই যেখানে একমত, সেই সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনমুখী হওয়া প্রয়োজন। তিনি মনে করেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এবং এখনই রোডম্যাপ চূড়ান্ত করা উচিত।
তিনি বলেন, ‘আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না, কোথায় ঐকমত্য হয়েছে। আমি বলবো, জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে? জাতি জানুক এবং ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদে সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এর বাইরে যাওয়ার তো কোনও সুযোগ নাই।’
উল্লেখ্য, ২০১৮ সালের পর এই প্রথম বিজেপি আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নিল। গত ১৭ এপ্রিল থেকে বিএনপি তাদের শরিক ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে ধারাবাহিক বৈঠক করছে এবং এর অংশ হিসেবে বিজেপির সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়।