রোববার ২৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৪ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের মিছিল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:২৮, ২৬ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকার পানির ট্যাংক মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে আপ বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, "গণহত্যাকারী আওয়ামী লীগ রাজপথে মিছিল করার অধিকার রাখে না। তারা শহীদ ভাইদের রক্তের ওপর ক্ষমতায় এসেছে, তাই তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।"

আরেক উদ্যোক্তা রাফায়েত সালমান বলেন, "ফ্যাসিবাদ–পরবর্তী বাংলাদেশের ৯ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ৫ আগস্টের নির্বাচনে জনগণের রায়ের পরও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।"

মিছিলে 'বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই', 'আওয়ামী লীগের রাজনীতি, নিষিদ্ধ নিষিদ্ধ', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'—এমন নানা স্লোগান দেয়া হয়।