শনিবার ২৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৩ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

রাজনীতি

গজারিয়ায় আধিপত্য নিয়ে বিএনপি-আ.লীগ সমর্থকদের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:১৯, ২৫ এপ্রিল ২০২৫

গজারিয়ায় আধিপত্য নিয়ে বিএনপি-আ.লীগ সমর্থকদের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

গজারিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, থেমে থেমে গুলি ও আতঙ্ক

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে বসতঘরে ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষের জেরে এলাকায় চরম উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে বালু উত্তোলনের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাজেদুল ইসলাম ও সৈকত হাসানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দুই পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে, এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে সাজেদুল ও সৈকত পক্ষের লোকজন নিজ নিজ বাড়িতে ফিরতে গেলে আমিরুল পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি গুলি, ককটেল ও হাতবোমা নিক্ষেপ। সংঘর্ষে গুজব ছড়ায় যে আমিরুল পক্ষের হৃদয় নামে একজন মারা গেছেন, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িতে হামলা চালায়, বসতঘর ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ থেমে থেমে রাত ১২টা পর্যন্ত চলে। এলাকাবাসী আতঙ্কে ঘরের মধ্যে অবস্থান করেন। কেউ কেউ বলেন, বিস্ফোরণের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল।

এক পক্ষের নেতা সৈকত হাসান অভিযোগ করেন, তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করা হয়েছে। অন্যদিকে, আমিরুলের ছেলে সুমন ব্যাপারী পাল্টা অভিযোগ করে বলেন, তাদের কাছে চাঁদা দাবি করে হামলা চালানো হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। কেউ এখনো অভিযোগ না করলেও উভয় পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।