শনিবার ২৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৩ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

রাজনীতি

‘ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়’: কিশোরগঞ্জে ফজলুর রহমান

 প্রকাশিত: ২১:০৫, ২৫ এপ্রিল ২০২৫

‘ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়’: কিশোরগঞ্জে ফজলুর রহমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান

কিশোরগঞ্জ জেলা বারের সাংগঠনিক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, ‘এখন সবাই বড়লোক হওয়ার জন্য পাগল। এই যে বড়লোক হওয়ার পাগলামি শুরু হইছে, সেই কারণে সমাজে এখন দ্বন্দ্ব, সেই কারণেই এখন অবৈধভাবে ক্ষমতা চাই, সেই কারণেই আমরা অন্যায়ভাবে রাজসিংহাসনে দীর্ঘদিন বসে থাকতে চাই। কারণ, ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়, কেরানি হইয়াও ৪০০ কোটি টাকা তিন মাসে লুট করা যায়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বক্তব্যের একপর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির এই উপদেষ্টা জানান, যখনই নির্বাচন হোক না কেন, বিএনপি ক্ষমতায় যাবে। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি কথাটা, কেউ ফিরাইতে পারবে না। কাজেই আমরা ভালো হলে দেশ ভালো হবে। আইন ভালো হলে দেশ ভালো হবে। বিচার ভালো হলে দেশ ভালো হবে। এই জায়গাটা মনে রাইখেন।’

ফজলুর রহমান শেখ হাসিনার আমলকে অন্ধকারাচ্ছন্ন উল্লেখ করে বলেন, ‘হাসিনার সময় নিগূঢ় অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাইত না। সামনে অমাবস্যার অন্ধকার ছিল হাসিনার ১৫ বছর। অন্ধকারে টর্চলাইট টিপ দিলে আলোকিত হয়। কিন্তু শীতের দিনে যদি ঢাকায় যাইতে চান সন্ধ্যার পরে, তখন কুয়াশা পড়লে ডাবল লাইট মাইরাও যাইতে পারবেন না। তখন ছিল অন্ধকার, এখন কুয়াশা।’

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আবার অন্ধকারে ফিরে যেতে হবে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘শুধু এই কথাটা বলব, ইউনূস সাহেব একজন অনেক বড় মাপের মানুষ। অনেক আশা করে এ দেশের মানুষ উনার হাতে বিনা প্রশ্নে বাংলাদেশের সমস্ত ক্ষমতা তুলে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ইউনূস সাহেব বাঙালির সুসন্তান, নোবেল লরিয়েট, তাঁর হাতের স্পর্শে বাংলাদেশ স্বর্ণ হবে, সোনার বাংলা হবে, গণতন্ত্র আসবে। মানুষ বছরের পর বছর ভোট দিতে পারে না, সেই গণতন্ত্রের ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে। আমি আশা করব, ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যে দল মেজরিটি হবে সেই দলের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে দেশ অন্ধকারে যাবে।’

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পিপি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. সহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, সহপ্রশিক্ষণ সম্পাদক মো. ওমর ফারুক এবং সহশিক্ষা সম্পাদক আশিকুজ্জামান নজরুল।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ কে এম মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা, শরীফুল ইসলাম, স্পেশাল পিপি এ এম সাজ্জাদুল হক ও মোশারফ হোসেন, আইনজীবী জেসমীন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।