শনিবার ২৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৩ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে নির্বাচন নয়: এনসিপি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:০৪, ২৫ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে নির্বাচন নয়: এনসিপি

রামপুরায় এনসিপির বিক্ষোভে দলের নেতা-কর্মীরা, আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে স্লোগান

রাজধানীর রামপুরায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের পূর্বে তাদের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।

আজ শুক্রবার বিকেলে রামপুরায় এনসিপির গুলশান জোনের আয়োজনে আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক নিষেধাজ্ঞা, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরোয়ার তুষার বলেন, 'আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যাকারী দলে পরিণত হয়েছে। তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলছি—শেখ হাসিনাকে বর্জন করুন, তাঁর বিচার দাবি করুন। তবেই আপনারা সমাজে গ্রহণযোগ্যতা ফিরে পাবেন।'

পুলিশের উদ্দেশে তিনি বলেন, 'জুলাইয়ে আপনারা যা করেছেন, তার একমাত্র প্রলেপ হতে পারে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো। যদি তাদের মিছিল আপনাদের চোখের সামনে হয়, তাহলে জনগণ ধরে নেবে আপনারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।'

তিনি আরও দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। 'ইসি কমিশনাররা যেন নির্বাচনী অনিয়মের জন্য শাস্তি না পান, সে জন্য ইতিমধ্যে তদবির শুরু করেছেন। এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে,' বলেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে সরোয়ার বলেন, '৩৬ দিনের আন্দোলনের সমালোচনা যারা করছেন, তারা ভুলে যাচ্ছেন, এ কারণেই তারা আজ রাজনীতি করতে পারছেন। তাই এটিকে হেয় করবেন না।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সংগঠক ইমরান ইমন প্রমুখ। সমাবেশ শেষে আওয়ামী লীগের বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। এতে রামপুরার ডিআইটি রোডে বিকেল সাড়ে চারটা থেকে তীব্র যানজট দেখা দেয়।