নির্বাচন ও বিচারপ্রক্রিয়া বিলম্বিত হলে আওয়ামী লীগই সুযোগ পায়: সৈয়দ এমরান সালেহ

নির্বাচন দেরি হলে আওয়ামী লীগই লাভবান হয় — সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন ও বিচারপ্রক্রিয়া যত বেশি দেরি হবে, আওয়ামী লীগ তত বেশি সুযোগ পাবে। তিনি অভিযোগ করেন, সরকারের সিদ্ধান্তহীনতা ও প্রশাসনের দুর্বলতায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সুবিধা নিচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সোহাগীপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আযহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আনিসুর রহমান। এ কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়।
সৈয়দ এমরান বলেন, "আওয়ামী রাজনীতি এখন অতীত। ফ্যাসিবাদী চক্র যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।" তিনি প্রশ্ন তোলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতনের ৮ মাস পরেও প্রশাসনের মধ্যে থাকা তাদের সহযোগীদের সরানো হয়নি কেন? কে বা কারা তাদের টিকিয়ে রেখেছে, তা খুঁজে বের করতে হবে।’
তিনি আরও বলেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।