ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জনগণ: আমীর খসরু

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সবাই। তার মতে, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকের আগে আমীর খসরু বাংলাদেশ জন অধিকার পার্টি এবং বাম গণতান্ত্রিক ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন।
বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, "গণতন্ত্র কে চায় আর কে চায় না, এটা এখন জনগণেরই সিদ্ধান্ত নেওয়ার সময়। মানুষ সব কিছুই পর্যবেক্ষণ করছে।"
তিনি আরও বলেন, "নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার গঠন হয় এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসে। এটি জনগণের অধিকার। আর সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।"
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করা হোক। তারপর নির্বাচনের তারিখ ঠিক করা যাক। ড. ইউনূসও বলেছেন যে সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। তাহলে কোথায় ঐকমত্য হয়েছে তা জানানোর তো কোনো বাধা নেই। সব রাজনৈতিক দলই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা এটাই মেনে নেয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে যাবে, সরকার গঠন করবে—এটাই গণতন্ত্র।”