তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে। ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, এ চক্রান্ত প্রতিহত করতে প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। তিনি দাবি করেন, তারেক রহমান নেতা হিসেবে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি ৬ আগস্টের ঘটনার সময়েও তিনি দলের কর্মীদের সহিংসতায় না জড়াতে নির্দেশ দিয়েছিলেন। ফারুক বলেন, ‘‘সারা বাংলাদেশে কি বিএনপির হাতে কোনো আওয়ামী লীগ কর্মী মারা গেছে?’’
তিনি আরও বলেন, এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা, ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী।
ভোটাধিকার নিশ্চিত করতে ফারুক বলেন, জনগণ যেন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এটাই তারেক রহমানেরও আকাঙ্ক্ষা বলে তিনি মন্তব্য করেন।
আলোচনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গোয়েন্দা সংস্থাগুলোর (ডিজিএফআই, এনএসআই) মাধ্যমে নতুন রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে ১/১১-র মতো বদনাম বর্তমান কর্তৃপক্ষের ওপরও আসবে। জনগণের চোখ ফাঁকি দেওয়া যাবে না।
সবার প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “নির্বাচনের বিরোধিতা বন্ধ করুন। আসুন সবাই মিলে দেশটাকে ভালোবাসি এবং একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিআরসির সভাপতি আলী আশরাফ আখন্দ। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।