জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও সংস্কারে একমত ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ

জুনাইদ আহ্মেদ পলক
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের বিষয়ে একমত হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ভিপি নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ। ২৩ এপ্রিল পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের রাজনৈতিক সংলাপে এ ঐকমত্য হয়। সংলাপ শেষে এক যৌথ ব্রিফিংয়ে বিষয়গুলো জানান দলের শীর্ষ নেতারা।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর যারাই রাষ্ট্র শাসন করেছেন, কেউই দেশপ্রেমিক শক্তি ছিলেন না। তিনি জানান, দুই দলই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, স্থানীয় নির্বাচন এবং গণহত্যাকারীদের বিচার ও ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে। নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী ধারাগুলোর বাতিলের দাবিও তোলেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আগামীতে তা অব্যাহত থাকবে এবং মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন সঠিক হতে পারে না। তাই সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং এই সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন বলেও তিনি মত দেন। তিনি বলেন, স্থানীয় প্রতিনিধির অভাবে জনগণ হয়রানির শিকার হচ্ছে।
দুই দলই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন, যাতে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে কোনো উদ্যোগ তারা মেনে নেবেন না বলেও জানান।
বৈঠকে দুই দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন, সংস্কার এবং রাজনৈতিক পরিস্থিতি।