বুধবার ২৩ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

রাজনীতি

এক দশক পর সাহাব উদ্দিন হত্যা মামলায় ১২ পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৩৪, ২২ এপ্রিল ২০২৫

এক দশক পর সাহাব উদ্দিন হত্যা মামলায় ১২ পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ

এক দশক পর সাহাব উদ্দিন হত্যা মামলায় পুলিশের ১২ সদস্য ও ১ আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রশিবির নেতা সাহাব উদ্দিনকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে ১২ পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে তাঁর পরিবার। ঘটনার এক দশক পর মঙ্গলবার সাহাব উদ্দিনের বাবা জয়নাল আবদীন পাটোয়ারী কুমিল্লার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করেন।

আইনজীবী মুহাম্মদ বদিউল আলম জানান, আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করেছেন এবং আগামীকাল আদেশ দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক চাপের কারণে বিচার না পেলেও এবার পরিবার ন্যায়বিচার প্রত্যাশা করছে।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সাহাব উদ্দিনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরের দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, তাঁর মাথায় গুলি ও শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।

মামলায় আসামি করা হয়েছে তৎকালীন ওসি উত্তম কুমার চক্রবর্তী, পরিদর্শক আবদুল্লাহ আল-মাহফুজ, এসআই নুরুজ্জামান হাওলাদার, ইব্রাহীম, ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ, শহীদসহ আরও কয়েকজন কনস্টেবল ও আনসার সদস্যকে। মামলায় নাম উল্লেখ না করে অজ্ঞাত ৪০-৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, তৎকালীন সরকারের রাজনৈতিক নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নামও সেখানে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাদী জয়নাল আবদীন পাটোয়ারী বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সেই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।’