বুধবার ২৩ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

রাজনীতি

গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে জেলা তথ্য কার্যালয়গুলোকে: তথ্য উপদেষ্টা

 আপডেট: ২২:২২, ২২ এপ্রিল ২০২৫

গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে জেলা তথ্য কার্যালয়গুলোকে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বক্তব্য দেন উপদেষ্টা মো. মাহফুজ আলম — ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, স্থানীয় পর্যায়ে গুজব ও অপপ্রচার মোকাবিলায় জেলা তথ্য কার্যালয়গুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয় প্রচারেও তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, "জেলা তথ্য কার্যালয়গুলোতে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন, স্থানীয় গণমাধ্যম ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।"

তথ্য উপদেষ্টা আরও বলেন, "তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। এজন্য তাদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।"

সভায় গুজব প্রতিরোধ, প্রচার কৌশলের আধুনিকায়ন, গণযোগাযোগ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি ও জেলা পর্যায়ের প্রচার কার্যক্রম উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, "জেলা তথ্য কর্মকর্তাদের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। গুজব ও অপতথ্য প্রতিরোধে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেন, “জেলা তথ্য কার্যালয়গুলো ইতিমধ্যেই জনগুরুত্বপূর্ণ বার্তা প্রচারে কার্যকর অবদান রাখছে। এ কার্যক্রম আরও উন্নত করতে ডিজিটাল ডিসপ্লে-সংবলিত সিনেমাভ্যান সরবরাহের প্রয়োজন রয়েছে।” তিনি বিভাগীয় ও উপজেলা পর্যায়ে তথ্য কার্যালয় স্থাপনের প্রস্তাবও দেন।