মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৮ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় আসছে ‘হটলাইন’ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তুললে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে: প্রধান উপদেষ্টা কাতারের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম প্রধান উপদেষ্টার কাতার সফরে যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে পাল্টা ব্যবস্থা: চীন ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২

রাজনীতি

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি এনসিপির

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৪০, ২১ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি এনসিপির

মোহাম্মদপুরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ, ২১ এপ্রিল।

আওয়ামী লীগকে একটি 'গণহত্যাকারী দল'  আখ্যা দিয়ে তাদের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্ক মসজিদ চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা এসব কথা বলেন। দলটির বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয় 'আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের' দাবিতে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহীদ পার্ক থেকে শুরু হয়ে শিয়া মসজিদ হয়ে আদাবর থানার সামনে গিয়ে শেষ হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন বলেন, জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে ২০-৩০ জন শহীদ হয়েছেন, কিন্তু এখনো তাঁদের গেজেট প্রকাশ বা খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে নতুন কোনো আইনের প্রয়োজন নেই বলে দাবি করেন আকরাম হুসাইন। তাঁর মতে, বিদ্যমান মামলাতেই দলটির নেতাদের গ্রেপ্তার করা সম্ভব।

সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, "এটাই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ। অন্যথায় দেশ আবারও ফ্যাসিবাদের অন্ধকারে হারিয়ে যাবে।"

এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, "আওয়ামী লীগের দোসররা এখনো রাজপথে নামার সাহস করছে। এনসিপি ও দেশের মানুষ এসব মেনে নেবে না। গণতন্ত্র ধ্বংসকারী এই দলটির আর কোনো নৈতিক অধিকার নেই রাজনীতি করার।"

দপ্তরবিষয়ক যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, "যাঁরা বলেন আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়, তাঁদের জানিয়ে দিচ্ছি—জুলাইয়ের নেতৃত্বদানকারীরা আজ রাজপথে আওয়ামী লীগের বিচারের দাবিতে নেমেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।"

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, "এই দলের জন্য বাংলাদেশের মাটিতে কোনো স্থান নেই। তাদের বিচার না করে পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে হবে।"

দলের কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজুর বলেন, "আওয়ামী লীগ সরকারের অধীনে টানা তিনটি নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও বিচারের আওতায় আনতে হবে।" আরেক যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী বলেন, "গণহত্যার বিচার নিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে হবে।"

এনসিপির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব বলেন, "ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই—আওয়ামী লীগের একটাই পরিচয়, তারা গণহত্যাকারী লীগ। অবিলম্বে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দল হিসেবে নিবন্ধন বাতিল করতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা মুসফিক উস সালেহীন, আলাউদ্দিন মোহাম্মদ, মুশফিকুর রহমান জোহান, রফিকুল ইসলামসহ মোহাম্মদপুর জোনের নেতারা।"