সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের ‘এলিয়েন’ বললেন জি এম কাদের

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের ‘এলিয়েন’ বা ‘অন্য গ্রহ থেকে আসা মানুষ’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের নেতৃত্বাধীন গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কারের নামে ‘নতুন ফ্যাসিবাদ’ কায়েম করছে।
আজ রোববার দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন জি এম কাদের।
জি এম কাদের বলেন, “প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, তা দেশের ৫০ ভাগ মানুষকে উপেক্ষা করে করা হচ্ছে। এখন যারা সংস্কার নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন। তারা অন্য গ্রহ থেকে এসেছেন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এদের দোসররা এখন সারাদেশে দাপিয়ে বেড়াচ্ছে।”
জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “এখন যেসব সুপারিশ নিয়ে কাজ করা হচ্ছে, তা জনগণের প্রতিনিধি ছাড়া গৃহীত হচ্ছে। যারা নির্বাচিত নয়, তারা কিভাবে দেশের জন্য সংস্কার নির্ধারণ করবে?”
তিনি মনে করেন, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমেই দেশে একটি বৈধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। না হলে অর্থনীতি আরও দুর্বল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।
জি এম কাদের বলেন, “দেশে কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। রেমিটেন্স দিয়ে রাষ্ট্র চলতে পারে না। মানুষের হাতে টাকা নেই, সরকারের হাতেও টাকা নেই। ব্যবসা নেই, ট্যাক্স আসবে কোথা থেকে?”
তিনি আরও সতর্ক করেন, “অর্থনৈতিক সংকট আরও গভীর হলে রাস্তায়-রাস্তায় লুটতরাজ শুরু হবে। আপনি যদি বেতন দিতে না পারেন, তাহলে পুলিশ বা সরকারি কর্মচারীরা কার কথা শুনবে?”
বর্তমান সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জি এম কাদের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। পুলিশ কখনো বিএনপি, কখনো জামায়াতের কথায় নড়ে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
সংস্কার প্রক্রিয়ার পেছনে আওয়ামী লীগ ও তাদের ‘নতুন রূপ’ রয়েছে দাবি করে তিনি বলেন, “সরকার একটি দল গঠন করে, তাদের নির্বাচনে জিতিয়ে আবার ক্ষমতায় ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচন কি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে?”
সরকারকে হুঁশিয়ার করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েও ক্ষমতায় থাকতে পারেননি, আপনারা কত দিন পারবেন? যাদের বাদ দেবেন তারা ঘরে বসে থাকবে না।”
তিনি বলেন, “জাতি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। মানুষ এত আতঙ্কিত ও হতাশ কখনো হয়নি।”
সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে জি এম কাদের বলেন, “শান্তি চাইলে, অর্থনীতি বাঁচাতে হলে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার গঠন করতে হবে।”